উদাস বাউল
হাকিকুর রহমান
উদাস বাউল যায় যে গেয়ে
অচীন গাঁয়ের বাঁকে বাঁকে
স্মৃতি ভরা মেঠো পথে
কান্না-হাসি লুকিয়ে থাকে।
নেইকো সময় আরতো থামার
ক্ষণগুলো যায় পার হয়ে
বাউল যে তার সুরে সুরে
মনের কথা যায় কয়ে।
ধারাপাতের নামতাগুলো
যায়না সেতো আর ভোলা
তেমনি করে মধুর সে সুর
হৃদয় মাঝে রয় তোলা।
জীবন গেলো গান গেয়ে তার
ভব নদীর পারে পারে
তাইতো সদাই ব্যাকুল চোখে
চায়যে পিছে বারে বারে।
হাকিকুর রহমান
উদাস বাউল যায় যে গেয়ে
অচীন গাঁয়ের বাঁকে বাঁকে
স্মৃতি ভরা মেঠো পথে
কান্না-হাসি লুকিয়ে থাকে।
নেইকো সময় আরতো থামার
ক্ষণগুলো যায় পার হয়ে
বাউল যে তার সুরে সুরে
মনের কথা যায় কয়ে।
ধারাপাতের নামতাগুলো
যায়না সেতো আর ভোলা
তেমনি করে মধুর সে সুর
হৃদয় মাঝে রয় তোলা।
জীবন গেলো গান গেয়ে তার
ভব নদীর পারে পারে
তাইতো সদাই ব্যাকুল চোখে
চায়যে পিছে বারে বারে।
No comments:
Post a Comment