মা
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
মা, তুমি আমার জীবনে মহীরুহের ছায়া
মা, তোমার হাতের ছোয়ায় বাড়িয়ে দেয় মায়া।
মা, তুমি আমার গগনে জ্বল জ্বলে শুকতারা
মা, তোমার মুখের দোয়ায় আমি হই আত্মহারা।
মা, তুমি জননী আমার, আমি তাতে গর্বিত
মা, তোমার স্নেহের ধারায়, শান্তি হয় বর্ষিত।
মা, তুমি হাত ধরে মোরে, দিয়েছো পথের দিশা
মা, তোমার মুখের বাণীতে, কেটে যাক অমানিশা।
মা, তুমি আমার চিন্তা-চেতনায়, এনে দাও আত্মবিশ্বাস
মা, তোমার জ্ঞানের কথা শুনে, ছাড়ি আমি স্বস্তির নিঃশ্বাস।
মা, তোমার হাতের ছোয়ায় বাড়িয়ে দেয় মায়া।
মা, তুমি আমার গগনে জ্বল জ্বলে শুকতারা
মা, তোমার মুখের দোয়ায় আমি হই আত্মহারা।
মা, তুমি জননী আমার, আমি তাতে গর্বিত
মা, তোমার স্নেহের ধারায়, শান্তি হয় বর্ষিত।
মা, তুমি হাত ধরে মোরে, দিয়েছো পথের দিশা
মা, তোমার মুখের বাণীতে, কেটে যাক অমানিশা।
মা, তুমি আমার চিন্তা-চেতনায়, এনে দাও আত্মবিশ্বাস
মা, তোমার জ্ঞানের কথা শুনে, ছাড়ি আমি স্বস্তির নিঃশ্বাস।
No comments:
Post a Comment