অশ্রুত কথা
হাকিকুর রহমান
ভাবনার মেঘ, বাড়ালো আবেগ
শুনি নির্লিপ্ত হাহাকার
চেতনার তীরে, শুধু ঘুরে ফিরে
জানিনাতো কেবা কার।
মন তুমি আজ, সেজেছো কি সাজ
বেঁধেছো কাহারে অন্তরে
যতো আটিসাটি, করে পরিপাটি
সেতো যায় দূরে সরে।
গোধূলি লগ্নে, থাকিয়া মগ্নে
খুঁজে যাই তারে আমি
পথে হলো দেরী, শুধু হেরাফেরি
তমসা আসিল নামি।
অশ্রুত কথা, বাড়ে বুকে ব্যথা
বোধগম্য হয়না যাহা
কল্পিত সুখে, ক্রন্দিত বুকে
সাজিয়ে রাখিনু তাহা।
No comments:
Post a Comment