Friday, December 13, 2019

খুঁজে ফেরা
হাকিকুর রহমান

পরিধি মাপিয়া ব্যাপ্তিত থাকা, চিন্তা ও চেতনায়
ভাবাবেগ বাড়ে প্রতিটি লহরে, গতস্য শোচনায়।
প্রান্তিক আশা বাড়ায় ধোঁয়াশা, অপ্রচ্ছন্ন ধরাতল
কম্পিত লয়ে পদচারণায়, আঁখি করে টলোমল।
মধ্যরাত্রে নিদ্রাভঙ্গ, কুহকের মায়াজালে
অতি বিশ্বাসে মিলায় বস্তু, খুঁজি তাই পলে পলে।
বাঁধনের বেড়ী খুলিয়াছে কবে, বুঝিতে পারিনি তাহা
ভাঙ্গনের তীরে তল্লাশি তারে, হারায়ে গিয়াছে যাহা।

No comments:

Post a Comment