Thursday, December 19, 2019

জীবন!
হাকিকুর রহমান

জীবন!
সেতো এক অসংবর্ধিত যুদ্ধ
গতির ভারসাম্যহীনতায় সংক্রুদ্ধ।
জীবন!
সেতো অলীক কল্পনারাজি দিয়ে ঠাসা
নাহি তার আদি, নাহি তার অন্ত
সেথা নাহি কোন ভালোবাসা।
জীবন!
সেতো অপরোক্ষ অপরিসমাপ্তির ক্রোড়ে মুহ্যমান
অনাকাঙ্খিত ভাবনাহীনতার রোষানলে পড়ে
নিস্ক্রিয়ভাবে বিদ্যমান।
জীবন!
সেতো এক অনাহুত অতিথি
মানেনা বারন, মানেনা ধরন
মানেনা কোন লগ্ন-তিথি।

No comments:

Post a Comment