Sunday, December 22, 2019

বিষন্ন চাষী
হাকিকুর রহমান

মাঠের চাষী যায় হেঁটে যায়
ঝরছে গায়ের ঘাম
কষ্ট করে ফলায় ফসল
পায়না ধানের দাম।
কিস্তিগুলো না যদি দেয়
হবে এবার কি?
চালও যাবে, চুলোও যাবে
তাও কি ভেবেছি!

No comments:

Post a Comment