গোপাল ভাঁড়
হাকিকুর রহমান
গোপাল ভাঁড় হাটে হাড়ি ভাঙ্গিলো,
সকলেই শ্রবণ করিলো-
যাহারা বুঝিলো, তাহারা স্মিত হাসিলো,
যাহারা বুঝিলো না, তাহারা অট্টহাসিতে ফাটিয়া পড়িলো,
আর যাহারা বুঝিয়াও বুঝিলো না-
তাহারা নিশ্চুপ রহিলো;
তবুও গোপাল ভাঁড় দমিত রহিলো না।
No comments:
Post a Comment