দিন মজুর
হাকিকুর রহমান
কোদাল, ঝুড়ি নিয়ে হাতে
বসে থাকে ওরা ফুটপাতে।
ডেকে কেউ দিলে কাজ
চড়বে ঘরে হাড়ি আজ।
জোগালী, মাটিকাটা, রাজমিস্ত্রি
কাজের নেইতো কোন শ্রী।
যে কাজ হাতে পায়, সেটাই সারাদিন ধরে
করে যায়, এক মনে সকাল-সন্ধ্যা পরে।
এমন করেই বছর ঘুরে, এদের সংসার চলে
হাতে পায়ে খেটে সারা দিনমান, জীবনের কথা বলে।
আসে ওরা কোন অজগাঁও থেকে
শহরে একটু কাজের আশাতে-
ছিলো হয়তোবা এক চিলতে জমি
সেটাও নেই এখন, নদীজলে ভাসাতে।
পরিসংখ্যানে ওরা হলো, ভাসমান জনতা
কেউ কি হিসেবে রেখেছে ওদের
কেউ কি জানে, তাদের কথা?
হাকিকুর রহমান
কোদাল, ঝুড়ি নিয়ে হাতে
বসে থাকে ওরা ফুটপাতে।
ডেকে কেউ দিলে কাজ
চড়বে ঘরে হাড়ি আজ।
জোগালী, মাটিকাটা, রাজমিস্ত্রি
কাজের নেইতো কোন শ্রী।
যে কাজ হাতে পায়, সেটাই সারাদিন ধরে
করে যায়, এক মনে সকাল-সন্ধ্যা পরে।
এমন করেই বছর ঘুরে, এদের সংসার চলে
হাতে পায়ে খেটে সারা দিনমান, জীবনের কথা বলে।
আসে ওরা কোন অজগাঁও থেকে
শহরে একটু কাজের আশাতে-
ছিলো হয়তোবা এক চিলতে জমি
সেটাও নেই এখন, নদীজলে ভাসাতে।
পরিসংখ্যানে ওরা হলো, ভাসমান জনতা
কেউ কি হিসেবে রেখেছে ওদের
কেউ কি জানে, তাদের কথা?
No comments:
Post a Comment