Sunday, December 22, 2019

দান
হাকিকুর রহমান

করলে দান দু'হাত খুলে করো
মন প্রাণ শুদ্ধ করে হালাল রুজি ধরো।
ডান হাতে করলে দান
বাম হাতে না জানে,
কোন কিছু করোনা আশা
তোমার দেয়া দানে।
দান করার ক্ষমতা, স্রষ্টা
সবাইকে দেয়না জেনো,
দানের মাঝেই শান্তি আনে
সেটা অন্তর দিয়ে মেনো।
যে যার সাধ্য মাফিক
তাই করে যাই দান,
দেবার মালিক তিনিই দিবেন
তিনিই দিবেন মান।

No comments:

Post a Comment