হৃদয়ে বাংলাদেশ
হাকিকুর রহমান
কতো হেরিলাম নগর, মহানগর
কতো হেরিলাম দেশ
বাংলা!
তোমার রূপের তুলনা, তুমিই
বলে তা হয়না শেষ।
কত শত নদ-নদী বয়ে চলে হেথা
মাঝী গেয়ে যায় গান
আউল, বাউল, লালনের দেশে
ভরে থাকে সদা প্রাণ।
সারা দিনমান হেথা রবিকর
বিছায়ে দেয় আলোর ধারা
মাঠে মাঠে ফলে শস্য শ্যামল
চির হরিৎ অরণ্যে রহে ভরা।
গাছে গাছে ধরে কত মধুফল
খেতে বড় সুস্বাদময়
বনে বনে ফুটে নাম না জানা ফুল
হেরিয়া ক্লান্তি জুড়ায়।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রে
বয়ে যায় কতো জল
ভাবিয়া এদেশের বিরল কীর্তিগাঁথা
বাড়ে মোর মনোবল।
একুশ, ছাব্বিশ, ষোল তারিখ
হৃদয়ে জ্বল জ্বল করে জ্বলে
বায়ান্ন, উনসত্তুর, একাত্তর
দেশপ্রেমের কথা বলে।
প্রশ্ন করো যদি আমার কাছে
কোন দেশটি সেরা
বলবো আমি, এই বাংলা
হৃদয়ের গভীরে প্রোথিত
মায়া মমতায় ঘেরা।
হাকিকুর রহমান
কতো হেরিলাম নগর, মহানগর
কতো হেরিলাম দেশ
বাংলা!
তোমার রূপের তুলনা, তুমিই
বলে তা হয়না শেষ।
কত শত নদ-নদী বয়ে চলে হেথা
মাঝী গেয়ে যায় গান
আউল, বাউল, লালনের দেশে
ভরে থাকে সদা প্রাণ।
সারা দিনমান হেথা রবিকর
বিছায়ে দেয় আলোর ধারা
মাঠে মাঠে ফলে শস্য শ্যামল
চির হরিৎ অরণ্যে রহে ভরা।
গাছে গাছে ধরে কত মধুফল
খেতে বড় সুস্বাদময়
বনে বনে ফুটে নাম না জানা ফুল
হেরিয়া ক্লান্তি জুড়ায়।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রে
বয়ে যায় কতো জল
ভাবিয়া এদেশের বিরল কীর্তিগাঁথা
বাড়ে মোর মনোবল।
একুশ, ছাব্বিশ, ষোল তারিখ
হৃদয়ে জ্বল জ্বল করে জ্বলে
বায়ান্ন, উনসত্তুর, একাত্তর
দেশপ্রেমের কথা বলে।
প্রশ্ন করো যদি আমার কাছে
কোন দেশটি সেরা
বলবো আমি, এই বাংলা
হৃদয়ের গভীরে প্রোথিত
মায়া মমতায় ঘেরা।
No comments:
Post a Comment