নাগরদোলা
হাকিকুর রহমান
নাগরদোলায় চড়ে
দেখো, ঝুলছে কেমন করে।
জীবনটা ঠিক তেমন
দেখছো সেথায় যেমন।
কখনওবা যায় উপরে
কখনওবা নীচে,
ভাবনাগুলো থাকে ভরে
ছাড়েনাতো পিছে।
কেউবা হাসে মনের সুখে
কেউবা কাঁদে দুখে,
কেউবা চলে কোন মতে
ব্যথা নিয়ে বুকে।
এমন করেই চলছে ধরা
ভাঙ্গা গড়ার খেলায়,
কেউ খুঁজে পায়, কেউ বা হারায়
নিত্য দিনের মেলায়।
হাকিকুর রহমান
নাগরদোলায় চড়ে
দেখো, ঝুলছে কেমন করে।
জীবনটা ঠিক তেমন
দেখছো সেথায় যেমন।
কখনওবা যায় উপরে
কখনওবা নীচে,
ভাবনাগুলো থাকে ভরে
ছাড়েনাতো পিছে।
কেউবা হাসে মনের সুখে
কেউবা কাঁদে দুখে,
কেউবা চলে কোন মতে
ব্যথা নিয়ে বুকে।
এমন করেই চলছে ধরা
ভাঙ্গা গড়ার খেলায়,
কেউ খুঁজে পায়, কেউ বা হারায়
নিত্য দিনের মেলায়।
No comments:
Post a Comment