Thursday, December 19, 2019

চৈত্রের ঢল
হাকিকুর রহমান

হরিৎপত্রে হইয়াছে শাখাগুলি বিন্যস্ত-
অগ্রিম বরোষার ফলে,
উত্তপ্ত ধরাতল হইয়াছে শীতল-
শেষ চৈত্রের ঢলে।
সাথে যোগ দিয়াছে অসময়ে আসা
শিলা বৃষ্টির ঝড়
বজ্রপাতে বাড়ায় শংকা
দমকা হাওয়ায় চালা করে নড়বড়।
আম্র শাখায় আঘাত হানিছে
গুটিগুলি ঝরিছে অকালে
পরিবেশের এই ভারসাম্যহীনতায়
কি আছে যে কপালে!
আশা-ভরসার দোলায় দুলিছে
কৃষান আর কৃষাণী
যদিওবা আগাম ফসলের ক্ষতিতে
দিতেছে বিপদের হাতছানি।
তবুও আসুক ভরা বরোষা
ভরায়ে দিক প্রকৃতিকে
ধরাকে করুক শস্য-শ্যামলা
সবুজ ভরুক চারিদিকে।

No comments:

Post a Comment