হৃদয়ের সরোবর
হাকিকুর রহমান
চিন্তা-চেতনা উজ্জীবিত হয় হৃদয়ের সরোবরে
ভঙ্গুর আশাগুলো নিক্ষেপিত হয় বেদনার গহ্বরে।
পিয়াসা কাতর মনটা আমার নিশিদিন খেলা করে
সাঁতার কেটেও বসে থাকা এই জীবনের বালুচরে।
ব্যথিত বদনে প্রজ্জলিত করি নিভুনিভু দীপশিখা
তমষায় ঢাকে স্মৃতিগুলি মোর এলোমেলো সীমারেখা।
তবু আশা নিয়ে গেয়ে যাই আমি জীবনের জয়গান
সমুখের পথ দেখিনা যদিও শুনি তার কলতান।
হাকিকুর রহমান
চিন্তা-চেতনা উজ্জীবিত হয় হৃদয়ের সরোবরে
ভঙ্গুর আশাগুলো নিক্ষেপিত হয় বেদনার গহ্বরে।
পিয়াসা কাতর মনটা আমার নিশিদিন খেলা করে
সাঁতার কেটেও বসে থাকা এই জীবনের বালুচরে।
ব্যথিত বদনে প্রজ্জলিত করি নিভুনিভু দীপশিখা
তমষায় ঢাকে স্মৃতিগুলি মোর এলোমেলো সীমারেখা।
তবু আশা নিয়ে গেয়ে যাই আমি জীবনের জয়গান
সমুখের পথ দেখিনা যদিও শুনি তার কলতান।
No comments:
Post a Comment