চিরনিদ্রা
হাকিকুর রহমান
প্রতিদিন, কতজনই তো
চিরনিদ্রায় শুতে আসেন
আজিমপুর বা বনানীতে
কজনার খবর জানা যায়
টিভির মাধ্যমে বা পত্রিকাতে।
এই পৃথিবী,
এ এক আসা-যাওয়ার বাগান
এখানে প্রতি মূহুর্তে, রইতে হবে তৈরী
যদিও বা অবস্থান এখানে স্বল্প সময়ের
তবুও অবস্থা এখানে বৈরী।
এরই মাঝে ক্ষণিকের তরে
যেতে হবে করে কাজ
কাজের মাঝেই থাকতে হবে বেঁচে
যে কাজ করবো আজ।
দিয়েছেন দুহাত স্রষ্টা মোদের
দিয়েছেন বিবেক-বুদ্ধি
মন্দ-ভালো বিচার করে
চলি পথে, করে আত্মশুদ্ধি।
যেই কাজ করি পৃথিবীতে মোরা
হিসাব তো দিতে হবে
এর ব্যত্যয় হবেনা কখনো
জেনে রাখি সেটা সবে।
এসো তাই সকলে মিলে
স্রষ্টার গুন গাই
সেই সবার ত্রাণকর্তা
এর হেরফের নাই।
No comments:
Post a Comment