উপচিকীর্ষা
হাকিকুর রহমান
হে মানব সন্তান!
করোনা অন্যকে ঈর্ষা
হৃদয়ে ধারন করো উপচিকীর্ষা।
পরোপকারের হয়না কোন আনুপাতিক
স্রষ্টা নিজ হস্তে প্রদান করেন পারিতোষিক।
মানবকল্যাণে নিবেদিত হই আকুন্ঠ চিত্তে
পরিনাম কভু উত্তম নয় অঢেল অবৈধ বিত্তে।
পরোপকারের উপধৌকন ভবের উত্তরীয় সম
আত্মায় আনে প্রশান্তি গভীর হতে গভীরতম।
হাকিকুর রহমান
হে মানব সন্তান!
করোনা অন্যকে ঈর্ষা
হৃদয়ে ধারন করো উপচিকীর্ষা।
পরোপকারের হয়না কোন আনুপাতিক
স্রষ্টা নিজ হস্তে প্রদান করেন পারিতোষিক।
মানবকল্যাণে নিবেদিত হই আকুন্ঠ চিত্তে
পরিনাম কভু উত্তম নয় অঢেল অবৈধ বিত্তে।
পরোপকারের উপধৌকন ভবের উত্তরীয় সম
আত্মায় আনে প্রশান্তি গভীর হতে গভীরতম।
No comments:
Post a Comment