অভুক্ত
হাকিকুর রহমান
মলিন বদনে কে এসে দাঁড়ালো দুয়ারে
কঙ্কালসার দেহখানি
করুণ চাহনি, ক্ষীণ স্বরে
কি কহিতে চাহিল কি জানি।
হেরিয়া মনে হয়
কতদিন আছে যে অভুক্ত
অর্থের অভাবে
খাদ্য পাইনি সে উপযুক্ত।
সকলেই ব্যস্ত-সমস্ত
কে বাড়িয়ে দিবে সাহায্যের হাত
এমনি করিয়া কাটে কাল তার
বিনিদ্র রজনীর পরে আসে একই প্রাত।
হাকিকুর রহমান
মলিন বদনে কে এসে দাঁড়ালো দুয়ারে
কঙ্কালসার দেহখানি
করুণ চাহনি, ক্ষীণ স্বরে
কি কহিতে চাহিল কি জানি।
হেরিয়া মনে হয়
কতদিন আছে যে অভুক্ত
অর্থের অভাবে
খাদ্য পাইনি সে উপযুক্ত।
সকলেই ব্যস্ত-সমস্ত
কে বাড়িয়ে দিবে সাহায্যের হাত
এমনি করিয়া কাটে কাল তার
বিনিদ্র রজনীর পরে আসে একই প্রাত।
No comments:
Post a Comment