রজকিনী রাঁধা
হাকিকুর রহমান
রজকিনী রাঁধা যায়
সন্তর্পণে মৃদু পায়-
বেনুবনে ফুটিছে ফুল
দিয়েছে কানেতে চন্দ্রমল্লিকার দুল।
গলায় পরেছে কণকচাঁপার মালা
হাতেতে শোভিছে রক্তকরবীর বালা।
কেশেতে ঝুলিছে মালতীলতার থোকা
কোমরে বাঁধিছে স্বর্ণচামেলীর ঝাঁকা।
খোঁপায় দিয়েছে কুঞ্জলতা গুজে
আঁচলে ভরেছে সন্ধ্যামালতী খুজে।
পায়েতে জড়ায়ে চন্দ্রপ্রভার কলি
ভীরু ভীরু পায়ে গেলোযে কোথায় চলি।
হাকিকুর রহমান
রজকিনী রাঁধা যায়
সন্তর্পণে মৃদু পায়-
বেনুবনে ফুটিছে ফুল
দিয়েছে কানেতে চন্দ্রমল্লিকার দুল।
গলায় পরেছে কণকচাঁপার মালা
হাতেতে শোভিছে রক্তকরবীর বালা।
কেশেতে ঝুলিছে মালতীলতার থোকা
কোমরে বাঁধিছে স্বর্ণচামেলীর ঝাঁকা।
খোঁপায় দিয়েছে কুঞ্জলতা গুজে
আঁচলে ভরেছে সন্ধ্যামালতী খুজে।
পায়েতে জড়ায়ে চন্দ্রপ্রভার কলি
ভীরু ভীরু পায়ে গেলোযে কোথায় চলি।
No comments:
Post a Comment