ভোরের পাখি
হাকিকুর রহমান
ভোরের পাখি, ভোরের পাখি
করছো কেনো ডাকাডাকি-
ভোর না হবার আগেই আমি
কেমনে খবর রাখি।
হয়নি নিশি এখনো ভোর
ঘুমিয়ে আছে মানিক জোড়-
শুকনো পাতা হাওয়ায় ভাসে
তাইতো চেয়ে থাকি।
জাগবে পাখি সবার আগে
পূব তোরণের অগ্নিরাগে-
হাসবে অলি ফুলেল সাজে
চুপটি করে আঁকি।
অরুণ আলোর আভাস পেয়ে
ছোট্ট পাখি উঠবে গেয়ে-
পুচ্ছটাকে উঁচিয়ে ধরে
করবে হাকাহাকি।
হাকিকুর রহমান
ভোরের পাখি, ভোরের পাখি
করছো কেনো ডাকাডাকি-
ভোর না হবার আগেই আমি
কেমনে খবর রাখি।
হয়নি নিশি এখনো ভোর
ঘুমিয়ে আছে মানিক জোড়-
শুকনো পাতা হাওয়ায় ভাসে
তাইতো চেয়ে থাকি।
জাগবে পাখি সবার আগে
পূব তোরণের অগ্নিরাগে-
হাসবে অলি ফুলেল সাজে
চুপটি করে আঁকি।
অরুণ আলোর আভাস পেয়ে
ছোট্ট পাখি উঠবে গেয়ে-
পুচ্ছটাকে উঁচিয়ে ধরে
করবে হাকাহাকি।
No comments:
Post a Comment