Friday, June 29, 2018

First sight
Hakikur Rahman
=====

To bring water from the river bank
Somehow the light flashes
Prince's heart becomes excited.
The sky was blue
Air was limpid
The giving and taking of hearts started at the river bank.
The eyes are in the eyes
exchanging hearts
With the little maiden girl
A prince of another village
has the first introduction.
Love at first sight
Finding one's mind in other's mind
That is how the two hearts
combine with tune with tunes.
শুকতারা
হাকিকুর রহমান
======

শুকতারা হলো পৃথিবীর বোন
নাম তার শুক্রগ্রহ
পৃথিবীর সবচেয়ে নিকটতম সে
নেই তার কোন উপগ্রহ।
২২৫ দিনে সুর্যের চারিদিকে
বৃত্তাকারে ঘুরে যায়
শুক্রতে দাড়ালে দেখাযাবে সুর্য
পশ্চিমে উদিত হয়ে পূবে অস্ত যায়।
সন্ধারাতে পশ্চিম আকাশে
আর ভোররাতে পূবের আকাশে জ্বলে
এমনি করে তার অস্তিত্বের কথা
বিশ্ব ব্রহ্মান্ডের কাছে বলে।

Tuesday, June 26, 2018

Phagun
Hakikur Rahman
====

In this full moon of phagun
Everyone come out of home
With the scent of hasnuhena
The garden is filled up.
Under the opened light of the full moon
Everyone come to play in the field
Start the game of light
When the sun goes down.
Who will go to the playground
come around
In this way with happiness and fun
time goes on.
খেলা 
হাকিকুর রহমান
====
সেই কবে থেকে দেখছি
কেন, আন্ডারটেকার
স্টিভ অষ্টিন, গোল্ডবার্গের রেসলিং
আরও আছে বিশ্বসেরা
মোহাম্মদ আলীর বক্সিং।
পেলের সেই ফুটবল খেলা কে না জানে বলো
চমক দেয়া
ম্যারাডোনার গোলই সেরা হলো।
সচীন টেন্ডুলকারের ক্রিকেট খেলা
কার না মনে থাকে
ক্রীস গেইলের ছক্কার ঝড়কে
বিশ্বরেকর্ড বলে সবাই ডাকে।
এমনি করে খেলে এরা হলো বরণীয়
রইবে এদের কীর্তিগাথা 
হয়ে সবার স্মরনীয়।

Monday, June 25, 2018

Walking on path
Hakikur Rahman
========

Today again in the same way
The movement started
In which border that I go
Dust clogged on the legs.
To what address do I have to go
I do not know
In which courtyard I have to stop
I have not heard.
If walking, in this way
remains unknown
Never there will be any stop on the path
At the bent of the unknown village.
খুজে ফেরা 
হাকিকুর রহমান
=======
অতীত, বর্তমান, ভবিষ্যৎ
সব মিলে মিশে একাকার
মহাকালের বিস্তৃতিতে
এযেনো খুজে ফেরা আবার।
নগদ যা পাওয়ার ছিলো
অনেক আগেই হারিয়ে গেছে কোথায়
ব্যর্থ মনে তাই খুজে ফেরা
এখানে, ওখানে, সেখানে সব আঙিনায়।
এখোজার আর যেনো
নেই কোন শেষ
কবে ভাঙ্গবে মিলন মেলা
রবে শুধু রেশ।

Friday, June 22, 2018

Allusion
Hakikur Rahman
=====

In which allusion of light
Who is that?
Calling me
Come back, come back.
In the dark the birds in all groups
fly in the direction of the light unfurling their wings
with millions of hopes in the chest
Who is that?
Calling me
Come back, come back.
Look back at midnight at the direction of the light
Sailless boat in the middle of the river
The way days pass by on hoping for hope
Awaken the addiction of receipt
Who is that?
Calling me
Come back, come back.
সামনের পথ
হাকিকুর রহমান
=========

অন্ধকারে আর নয়
আখি খোলো
বসে থাকা আর নয়
আলোর পথে চলো।
এপথ সহজ নয়
তবুও চলার শেষ যেনো না হয়।
দৃঢ় পায়ে পথ পেরিয়ে
যেতে হবে সামনে
চারিদিকে বাধা তবু
পেরুতে হবে তেমনে।
এমনি করেই দিতে হবে পাড়ি
সব পথ হতে হবে পার
তবেই দেখা যাবে আগামী দিনে
সব সম্ভাবনার দ্বার।

Wednesday, June 20, 2018

Unspoken words
Hakikur Rahman
========

What was to say, was not said
What was the way to go on, was not gone
What s0ong was to listen, was not listened
What was to awake in the world, was not awakened.
In this way aimlessly, the days have gone
While passing by, said something in the ear
I think that always, and it makes me sad.
What was to see, was not seen
What was to learn, was not learned
What was to understand, was not understood
What was to search, was not found.
মধ্যরাত
হাকিকুর রহমান
======

নীরব, নিঃস্তব্ধ, নিঝুম
মধ্যরাতের লগন
কোথাও কোন সাড়া নেই
শুধু তারায় ভরা গগন।
দুরে কোথাও মাঠে
শিয়ালেরা ডেকে উঠে
হঠাৎ হাওয়ার দোলায়
জোনাকীর আলো ছুটে।
পাখীরা সব নীড়ে ঘুমিয়ে
এলোমেলো পাখনায়
স্বপ্নগুলো আনাগোনা করে
হৃদয়ের আঙিনায়।

Thursday, June 14, 2018

My village
Hakikur Rahman
======

Everyone is welcome
to my little golden village.
Where sing cuckoo and peacock
where you can see magpie-robin
The water of the small river flows
towards its own address.
Where shepherd play his flute
The mind becomes sad
The water drains down during the ebb
Calling by gesture.
Where the water-lily filled the pond
Children swim in the water
All the groups of farmers
go to the boundaries of the field.
Where silk-cotton, Bakul, Palash flowers flourish
Seeing that mind becomes cheerful
Fishermen go to the rives to catch fishes
On the edge of the small river
Everyone is welcome
to my little golden village.
শপথ 
হাকিকুর রহমান
====
এসো আবার বেরিয়ে পড়ি
নতুন করে দেশকে গড়ি।
করতে স্বাধীন এদেশটাকে
হয়েছে খালি কত মায়ের বুক
জানোকি ঐ দুখীমা
পেয়েছে তার সুখ।
কত শহীদ অকাতরে
দিয়ে গেছে প্রান
আজকে মোরা কিকরে ভূলি
তাদের অবদান।
নাম না জানা কত শহীদ
ছড়িয়ে আছে গ্রামে গ্রামে
আমরা কি তার খোজ নিয়েছি
করেছি কিছু তাদের নামে।
শহীদের রক্তে ভেজা
এই যে দেশের মাটি
তাঁদের প্রকৃত সম্মান না দিয়ে
কিকরে মোরা হাটি।
তাঁদের কথা স্মরন করে
হয়না যে তার শেষ
স্বপ্ন ছিল গড়বে তারা
সোনার বাংলাদেশ।
নতুন করে শপথ নেবার
এসেছে আজ দিন
শহীদের ঐ আত্মত্যাগ
হয়না যেনো ক্ষীণ।

Saturday, June 9, 2018

Mother tongue
Hakikur Rahman
=======

My pride, my hope
My language, Bengali language.
Who are for this language
have given their lives
Come to their remembrance
and, let us sing songs.
They gave life
liberally
How many mother's heart
became empty.
We have now
just to do
Keep this day
To make memorable to all.
বেলাশেষে 
হাকিকুর রহমান
=======
দিনে দিনে কত হলো দেনা
তা জানা হলোনা
দিনে দিনে কত জল গড়ালো যমুনায়
তা মাপা গেলোনা।
জমা-খরচের এই খাতায়
তাহলে
সবই কি ছিল ভূল
হিসাব নেবার বেলায়
দেখা গেল
কিছুই নয় অতুল।
তবে কি এভাবেই হয়ে যাবে
সব কিছুর শেষ
থাকবেনা কোন কিছু আর হাতে
থাকবেনা কোন রেশ।
বেলাশেষে বসে থাকা তাই
আজ এই বালুচরে
জীবন সেতো বড় সাধনার ধন
তবু ক্ষনিকের তরে।

Wednesday, June 6, 2018

Traitors
Hakikur Rahman
====

Throughout the ages, there are betrayers
Everyone knows about them
Everywhere, in the entire era
Traitors have betrayed
With thyself, with the family, with the society
Living within society.
The betrayers of all time
Lost in evolution of time
Just,
Their activities sometimes
Chase the ordinary people.
However,
More or less in every house
The traitor resides
How will it be resolved?
There is no remedy
You can not catch them, or do anything
Moreover,
Their activities have increased around.
অচীন পাখি
হাকিকুর রহমান
========

অচীন পাখিরা উড়ে চলে
শুন্যে ডানা মেলে
দেশ থেকে দেশান্তরে
শীত-গ্রীস্ম-বরষায়
এদেশ থেকে ওদেশে যায়
সময় হলে আবার ফিরে
সেই সুদুরে নিজের ঘরে।
কখন কোথায় থামতে হবে
ওদের সঠিক জানা আছে
কখন কোথায় ফিরতে হবে
সময় হলে নিজের গাছে।
এমনি চলে অচীন পাখিদের
আপন পথে ভূবন ঘোরা
কোন ইসারায় চলা তাদের
পাখার নীচে আপন ধরা।

Monday, June 4, 2018

Appeal
Hakikur Rahman
====

Suddenly the light flashes in the central sky
With palpating heart I listen to the speech of someone
The appeal comes to go forward
Somehow from the very distant
Exiting towards the path
Looking back from the first
This is a new feeling
Hope to find something
Like the river, she has her way
Somewhere straight, somewhere bent
Likewise, when will life be at the termination
There will be the end of all the calculations.
নবান্নের ধান 
হাকিকুর রহমান
========
ঘাটে বাধা আছে তরী
সোনার ধানে গেছে ভরি
নবান্নের ধান আসছে ঘরে
খুশীতে প্রান উঠবে ভরে।
কৃষকের ঘর ভরা সুখ
হাসিতে তার ভরে বুক
এমনি যেনো থাকে মন
খুশিতে কাটুক সারা জীবন।