Thursday, October 7, 2021

 

পৃথিবীর আত্মা
হাকিকুর রহমান 
 
সহস্র কণ্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটু নির্মল পরিবেশ চাই”,
লক্ষ কণ্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটু বিশুদ্ধ বাতাস চাই”,
কোটি কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হলো-
“একটা বাসযোগ্য পৃথিবী চাই”।
উদ্দেশ্যটা সকলেরই স্পষ্ট,
আগ্রহেরও কমতি নেই কোনো,
তবে, উদ্যোগের অভাবে-
কোনো আবেদনই কার্যকর হলো না।
প্রান্তর থেকে প্রান্তরে,
উত্থাপিত হয়েছে কথাগুলো,
টেবিল চাপড়ে মনীষীগণ
মুখের থুথু ছিটিয়ে চিৎকার করে গেছেন অনবরত,
নেতা- নেত্রীগণের মনোযোগ আকর্ষণ
করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও গ্রহণ করা হয়েছে-
তথাপি, যুগে যুগে, এই কথাগুলোর
কোনোটাই, কাহারো কর্ণকুহরে প্রবিষ্ট হয় নাই।
আর ওদিকে পৃথিবীর অতৃপ্ত আত্মাটা
শুধুই নীরবে হাহাকার করে ফিরে।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

Gilbert and the Spiritual Ghost (7/10)
Hakikur Rahman 



(Continued from 6/10)

The forest was so dense,
he could not recognize
whether it is day or night-
but, suddenly he realized that
some kind of bright light is
emitting from the lucky charm
which was hanging from his neck,
so that he could see the front clearly.

Gilbert never realize
how many sun sets and rises
in between, but
he never stopped-
as if some unknown power
is giving his all the strengths.

That bright light lets his way
towards the darkest corner
of the forest,
where the spiritual ghost lives-
“no one is allowed to pass by
this portion of the forest…”,
he heard a heavy voice,
as if talking over his shoulder.

He mumbles, shivered in fear,
but kept himself cool,
rigid, confident-
he asked, ….(something in whisper…),
however, before asking anything,
the voice said, “I know you Gilbert,
son of Ryan and Alice,
you came here for bringing back
the soul of Bridgette,
your younger sister..”

They talked a lot-
a lot about life,
a lot about after life,
a lot about the creation of life….

Continued….

(Pure fiction.
Any similarity should be treated as mere coincidence.)

Gilbert and the Spiritual Ghost (6/10)
Hakikur Rahman 



(Continued from 5/10)

When Gilbert reaches
the other side of the flying river
(as if the water was not flowing
But, remained still and seem
the boat was not floating on it
but flying),
while stepping down,
he asked the one eyed helmsman,
“how do I go back to my
home?”

The helmsman replied
in his usual voice,
“time travels fast,
thus the whispers of the forest,
I will know what to do next.”

Thus he took farewell and
approaches the dark forest-
unknown birds chirping,
wild wind was blowing,
coyotes were howling from the distant
even during the day
(because inside the dark forest,
it is so dark and it seems
always night).

He was afraid, but not that much
afraid, when his sisters face
was flashing before his eyes-
thus he took bold steps to
reach the destination.

Continued….

(Pure fiction.
Any similarity should be treated as mere coincidence.)

Gilbert and the Spiritual Ghost (5/10)
Hakikur Rahman 



(Continued from 4/10)

The wicked witch
by looking at the future glass
shut down her eyes
with much explanations
and whisper into his ears
silently-
she says, “It is ultimate danger
to cross the river
and the dark forest
to reach the spiritual ghost.
but, I will give you
this lucky charm. You keep it
on your neck
and all the evils will be
frightened of you.”

Choosing a shiny day
he started his journey
towards the dark forest
by taking a very few things
those were necessary he thought arrived.

He arrived at the riverside
to cross,
an one eyed helmsman was there,
as if he was waiting for Gilbert-
the one eyed helmsman said
in a very dull but deep voice,

“I don't take impure souls to cross
the river and since you are a pure soul
I will take you to the other side.”

Thus he started crossing the river.
 

Continued…

(Pure fiction.
Any similarity should be treated as mere coincidence.)

 

স্মৃতির প্রলেপ
হাকিকুর রহমান 
 
স্মৃতির ওপরে জমে থাকা ধুলোর স্তরটাকে,
মুছে দিলেই কি ওটা সফেদ হয়ে যায়?
না, ওর পরোতে পরোতে জমে থাকা ধুলো,
সে কি আর সহজে ঝেড়ে ফেলা যায়?
ফলে, বিস্মোরোণের স্থাপত্য, ঠিকই
আসন গেড়ে বসে, স্মিত হাসি হেসে।
তবে, চোখে ধুলো দিয়ে, কতজনাই
তো, কতো ব্যাখ্যা দিয়ে যায়-
স্থান-কাল-পাত্র বিশেষে ব্যাখ্যা,
ভাব-অভাব-পরিবেশ বিশেষে ব্যাখ্যা,
বোধ-নির্বোধ-সংকুলান বিশেষে ব্যাখ্যা,
তবুও কি, ওগুলোকে সহজতর মনে হয়?
কেউ বা মনে করে, ওটা, সুপ্ত হৃদয়ের
সম্ভাষণ, প্রকারান্তরে প্রতিফলিত
হবার সুযোগেই থাকে- অন্তঃকরণের
প্রতিটি শিরাতে ছুঁয়ে ছুঁয়ে যায়,
ক্ষত চিহ্নগুলোর প্রতিসরণ,
কালের গহ্বরে লুক্কায়িতই রয়।
এ যেনো অপরিবর্তিত ঋতুর বহিঃপ্রকাশ,
যতই ঝাঁট দেয়া হোক না কেনো,
প্রলেপটাকে যায়না সরানো, ওখানে
পরোতে পরোতে জমেই ধুলো,
ঘূণ খাওয়া ভগ্ন দেয়ালের প্রতিচ্ছবি যেনো,
বিশ্বাস আর অবিশ্বাস এর মাঝারে নিরন্তর দোল খায়।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

সাঁঝের আলো
হাকিকুর রহমান 
 
দিবা শেষে কোন আবেশে
ভুলিয়ে দিলো প্রাণটি মোর,
ক্লান্তি হরা সন্ধ্যা তারা
অবাক চোখে খুললো দোর।
ওপারের ওই সোনার কুলে
ঘুম ভাঙ্গানি গান যে রয়,
চন্দ্র, তারা ঘোমটা খুলে
রূপের আলোর বন্যা বয়।
মুখ লুকিয়ে বনের হরিণ
আলোর আশায় রয় চেয়ে,
গাছের শাখে বন মহুয়া
প্রাণটা খুলে যায় গেয়ে।
ভাটির টানে বাইতে গিয়ে
উদাস হলো আজ মাঝি,
সাঁঝের আলোয় মোমের বাতি
জাগলো আবার সুর সাজি।
(সর্বস্বত্ব সংরক্ষিত)

 

কান্নার শোক
হাকিকুর রহমান 
 
কান্নার কি কোন শোক আছে?
কাঁধ থেকে নামানো দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি-
নির্বোধ, অজ্ঞান, মূঢ়।
তবে, তা নির্বাক, নীরব, মূক নয়।
কোনও এক অপরিকল্পিত চিত্রকরের
আগোছালো ক্যানভাসে আঁকা,
ছোপ ছোপ রংএর চিহ্ন,
কিন্তু, তা একেবারেই সাদা।
স্মৃতির দফাদার যেনো,
প্রহারা চৌকির সদাজাগ্রত প্রহরী-
বিন্যাস খুঁজে ফেরে
শব্দহীন শব্দের মাঝে।
তবে কি মৃত্যুই মুছে দিতে পারে
কোনও নিঃসঙ্গ প্রাণ?
(আজকের লেখাটা Vincent Willem van Gogh
(ভ্যান গগ)-কে উৎসর্গ করলাম।)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

ফ্যাসাদগুলো...
হাকিকুর রহমান 
 
বিদেশ যেয়ে ভেবেছিলাম
হয়েই যাবো রাজা,
হিসাব-নিকাশ মেলে না আর
এ কিরকম সাজা।
আধোয়া প্যান্ট, নোংরা জামা
সেটাই পরে ঘুরি,
গলার রুমাল সেটাও ছেঁড়া
কবেই গেছে চুরি।
সুঁচলো জুতো পরে সেদিন
ভেবেছিলাম কি যে,
নিজের আখের গোটাই ভেঙে
পথ দেখিনা নিজে।
আজকে তোমার তাল ছড়িটা
আমায় দেবে ভাই,
বাস্তুভিটা সেটাও গেছে
চিন্তা করি তাই।
বাকি জীবন কাটবে কেমন
জানিনাতো কিছু,
ফ্যাসাদগুলো সাথেই থাকে
ছাড়লো না তো পিছু।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)