Friday, August 3, 2018

Game
Hakikur Rahman
====

From when I am watching
The wrestling of Kane, Undertaker
Steve Austin and Goldberg.
There are also the boxing of the world famous
Mohammed Ali.
Who does not know the football game of Pele?
They were so shocking
The goal of Maradona still is the best.
Sachin Tendulkar's cricket game
Who does not remember
The storm of sixes of Chris Gayle
Everybody called it as the world record.
By doing so they are adorable
Their performances in the form
Will be remembered by everyone.

সুসময়ের বন্ধু
হাকিকুর রহমান
==========

এখন তোমার আছে
প্রচুর অর্থ, বিত্ত
আছে চারিদিকে সুখ
খুশীতে ভরা চিত্ত।
কতোনা আছে বন্ধু-স্বজন
কতোনা আছে চাটুকার গন।
ভালই কাটে সময় সকল
বোঝা যায়না সকাল-বিকাল।
যখন ফুরাবে বিত্ত তোমার
তখনই চেনা যাবে বন্ধু সবার
থাকবেনা কেউ পাশে দাড়াবার
দেখবেনা সাথে কাউকে পাবার।
সময়ের বন্ধু বটে
অনেকেই হয়
দুঃসময়ে সব অচেনা
কেউ কারো নয়।
Find back
Hakikur Rahman
=======

Past, present, future
All mixed together in a mess
In the expanse of the eternity
Find again and find again.
Getting the immediate
Have lost gone before long
Trying to find in hopeless mind
Here, there, in all the areas there.
Looking for this has no end
When will the get together be broken
Just will remain the relish.
পহেলা বৈশাখ
হাকিকুর রহমান
==========
এলো পহেলা বৈশাখ
চারাদিক মুখরিত বাজে ঢোল ঢাক।
প্রতিটি বাঙালীর জীবনে
এদিন নতুন প্রেরনা আনে।
বাংলা বছরের প্রথম দিন
হোকসে সুফলা হোক রঙীন।
দিকে দিকে আজ ছড়িয়ে আছে
আনন্দের কোলাহল
পথে পথে আজ ভরে গেছে
লাখো মানুষের ঢল।
এসো সবাই মিলে আজ এই দিনটিকে
সাদরে বরন করি
হাজারো বছরের বাঙালী সত্বার
চেতনা হৃদয়ে ভরি।
Front path
Hakikur Rahman
=========

No more in the dark
Open the eye
No more sitting
Follow the path of light.
This is not easy
Still do not end up running.
Get out on the way with bold step
Go ahead in front
Barriers are all around
Yet they have to be crossed.
That's how it will be done
All the paths have to be passed
Only then will it be seen in the coming days
The door to all possibilities.

অদেখা
হাকিকুর রহমান
=====

আমি হিসাব মিলাতে পারিনি
এখন তখন করে
কখন সময় গুলো
চলে গেছে পার হয়ে
ভেবে দেখিনি।
আমি কথায় লিখতে শিখিনি
কথাগুলো মনে হলে
লিখে যাই আনমনে
সে কথার মানেগুলো
খুজে দেখিনি।
আমি পথের সীমানা খুজিনি
এপথ ওপথ করে
কত পথ পাড়ি দিয়ে
পথের সীমানাটি আর
চোখে দেখিনি।