Thursday, August 29, 2019

Knowledge
Hakikur Rahman
-----
Increase the scope of knowledge
Stand in front with a full-fledged heart.
Silly never on earth
Can't be prosperous
The light of knowledge need to be burn
Increase consciousness.
Knowledge will show the way to the end
There is success in knowledge
Ignorance pulls backwards
Brings failure.
Knowledge can give in today's world
New self-esteem
That way you have to forward your legs
Be wise in knowledge.

দূর্গাপূজা
হাকিকুর রহমান

ঢ্যাম কুড়কুড়, ঢ্যাম কুড়কুড়
বাজছে পুজোর ঢোল
দুর্গাদেবীর আগমনে
তুলছে সবাই বোল।
ছেলেমেয়ে, ছোটবড়ো
গাইছে সুরে গান
ঢাঁকের তালে, ঢোল-ডগরে
বাড়িয়ে ঐক্যতান।
দেবী আসলেন ঘোড়ায় চড়ে
যাবেন দেবী দোলায় করে
আসুক প্রানে প্রসন্নতা
থাকুক সবার মনটা ভরে।
মঠে মঠে চলছে পুজো
চলছে দেবীর আরাধনা
ধরায় আসুক সুখ-শান্তি
ছড়াক তাতে আলোকনা।
Kajla girl
Hakikur Rahman
---------------

Kajla, the daughter of Kusumpur, has anyone saw her
I could not see her anymore, by the Ichhapura's bend.
She was like a banister, a smile was always on her face
Repeatedly, it seems, let's look at her.
Naughty was cute, listened to no one
That would be the end, it wasn't known.
To collect the water lily, she went there
Did not return and come home, everyone looked for her.
What about that girl, and nobody remembers now
Hope there will be one day, when I could see the Kajla girl again.

ভাঙ্গনের গান
হাকিকুর রহমান

ভাঙ্গনের গান শুনি যেনো চারিদিকে
বাঁধনের তার ছিড়ে গেছে কবে
প্রলয়ের ধারা লাগে এসে বুকে।
কাননের ফুল তলে পড়ে আছে
কুড়ানোর নেইতো কেউ
হৃদয়ের মাঝে অমানিশা ভরে
খেলে বেদনার ঢেউ।
শ্রাবনের ধারা ঝরে ঝরে পড়ে
ভরে দেয় মোর আঁখি
প্লাবনের বানে ভেসে গেলো সব
কাহারে কিভাবে ডাকি।
আঙনের সীমা ভেঙ্গে গেছে কবে
দেখিতে পারিনি আমি
আসরের শেষে খুজে ফিরি একা
গোধুলীর পানে থামি।
Honesty
Hakikur Rahman
-------

Leave vengeance, slander, abdication
There is no achievement in harming others.
Build your life with patience
Fight against evil and injustice all the time.
When someone is in danger, raise your hand
Respect to the elders, do not harm them.
Receive the happiness that the Lord has given you
In no way do not break your integrity.
There will be nothing in the world of short days
If you do something what is good, they will go behind you.

দীপশিখা
হাকিকুর রহমান

দীপশিখা নিভে গেছে কবে কোন ঝড়ে
জ্বালিনিকো তাকে আর যতদুর মনে পড়ে।
আঁধারের মাঝে তাই করি বিচরন
চেনা-অচেনার মাঝে অন্য ভুবন।
ভাগ্যের আকাশেতে জ্বলে শুকতারা
কেমোরে শোনাবে আজ পবনেরো ধারা।
মিছে চলা তবু পথে আশা নিয়ে বুকে
আলো আর আঁধারির খেলা চলে চারিদিকে।
The river of life
Hakikur Rahman
------------

What are you doing for hours and hours?
The movements of life can be measured!
It is like a river
Sometimes straight, sometimes bend.
In the monsoon, the river flows
By swallowing two sides
Like the life in full of youth
The euphoria takes over.
Such a river as ever-flowing
Sometimes is ever quiet
Life is so desperate
Sometimes become tired.
Like a river, passing so many ways
Runs into the sea
By leaving everything in life
Have to go to my own house.

সময়
হাকিকুর রহমান

সময়ের স্রোতে ভাসে
স্মৃতিগুলি মোর
বসে আছি পথো চেয়ে
খুলে আঁখি ডোর।
কি আশায় কবে যেনো
বেঁধেছিনু ঘর
চারিদিকে দেখি আজ
ধুধু বালুচর।
মানেনাতো মন তাই
করে যায় আশা
সময়, সেতো বয়ে যায়
খরস্রোতে ভাসা।
Padma
Hakikur Rahman

Oh Padma, in this filled month of Vador, what the look are you showing
At the break of the wave, you break harder, now what else do you want?
The wider region disappears into your womb
Loosing all, those villagers are just looking at you.
How many homes were lost in the blink of an eye?
Where to find the oven for cooking, where to find the pot.
The farmer see the darkness, where to cultivate
People's hand on the head, where will they live.
Doing so, you have no end
Everything went under the water, there is no remaining.

ভুল
হাকিকুর রহমান

এই ক্ষন, ঐ ক্ষন
প্রতিক্ষন জুড়ে
ভুল শুধু করে যাই
পিছনে না ফিরে।
এক ভুল করে আবার চলি
অন্য ভুলের পথে
জীবনটাতো শেষই হলো
ভুলের খেসারতে।
যতই আমি দিচ্ছি পাড়ি
ভুলের বোঝায় ভরছে গাড়ি
গাড়িতে তো জায়গা নাই
হয়ে গেছে ভুলে বোঝাই।
(অসমাপ্ত)
Buriganga
Hakikur Rahman
---------

Buriganga River
The flow by the city of Dhaka is timeless.
400 years ago on the banks of this river
The city is built up
At that time, the view of the riverside was astounding
Staying across the heart.
Land occupants in the evolution of time
Swallowed the river
No more currents like before
The amplitude has gradually decreased.
Navigation with Dhaka
That's the only way
To protect the navigability of this river
Let's build public opinion.

জ্ঞান
হাকিকুর রহমান

"দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো"
বিবেকের দ্বারা চালিত হয়ে সোজা পথ ধরো।
সোজা পথের নেই বিকল্প সেটা মনে রেখো
বাঁকা পথ থেকে সর্বদা নিজে দুরে থেকো।
যেই পথে গেছেন চলে জ্ঞানী-গুনী জনে
সেই পথে চলতে হবে রেখো সেটা মনে।
জীবন তো আর বহু নয় মাত্র একটাই
এটার সুফল নিয়েই যাবো পরোপারে তাই।
Master
Hakikur Rahman
----

Pandit making three folds on his forehead
He said to the students:
"Study the rest for yourself",
And then
Slowly he walked towards his room.
He is great
His knowledge does not compare to this earth
Always stay serious
His voice could not be easily heard.
Always stay dedicated
A wealth of knowledge on how to grow
He is unique in search of knowledge
Somehow he did not give up, neither he wants to be stopped.
Being such a person’s disciple
Is the gift of great fortune
These gurus for ages
You have made us rich to say those great, and glorious stories.

ভোরের আলো
হাকিকুর রহমান

একোন আলো, লাগলো এসে চোখে
ডেকে নিতে চায় যে মোরে, নতুন সুর্যালোকে।।
লাগুক হাওয়ায় দোলা,
মনের যতো চাওয়া গুলো থাকুক সেথায় তোলা।
ভাসুক মেঘের ভেলা,
মনের যতো ভাবনা গুলো করুক সেথায় খেলা।
বাজুক বাঁশের বাঁশি,
বাঁধন খুলে যাকনা উড়ে সকল কান্না-হাসি।
জাগুক প্রানে আশা,
আগল খুলে যাকনা উড়ে সকল ভালোবাসা।
The right way
Hakikur Rahman
------------

Seeing the time is the right way
Have to throw the legs
Sooner or later
It may slip.
If the foot falls in the wrong direction
Once in life
Lots of wood to burn
Getting the Right Way.
Forget one from the other
Will be filthy
It will not be possible anymore
To stand up straight.
That's why I think so
Go the right way
Bring goodness to life
Find peace in your heart.

দিনগুলি
হাকিকুর রহমান

দিনগুলি মোর হারিয়ে গেলো
ভরা নদীর বাঁকে
দিনগুলি মোর হারিয়ে গেলো
ঝরা পাতার শাখে।
দিনগুলি মোর হারিয়ে গেলো
বরোষার জলে
দিনগুলি মোর হারিয়ে গেলো
পান্থ পাখির দলে।
দিনগুলি মোর হারিয়ে গেলো
সাঁঝের আকাশে
দিনগুলি মোর হারিয়ে গেলো
রাতের বাতাসে।
What am I seeing!
Hakikur Rahman
---------------

I'm stupid, seemingly demoralizing
All around I see only evil and the degradation of humanity.
Who kills someone with a knife
There is no way to live, there is no way.
Passing off in front of a bus stopped
Then meet death, no one can save lives.
The car picks up on the pedestrian
Anyone cannot go home with life.
Vehicles are being desperately pursued
In the meantime, the stranded passengers are taken aback.
The procession of death - when will stop, how?
What would be the moan of losing a loved one - in the absence of good judgment!
In the heart of sorrow, the highest administration is needed attention
Make people feel confident by punishing the guilty with speedy trial.
ছবি
হাকিকুর রহমান

কিসের ছবি আঁকি, কোথায় তুলে রাখি
পথের আঁকেবাঁকে, দেখি শুন্যতাকে
বেলা বয়ে যায়, কোন সে সীমানায়
তাইতো আমি ভাবি, হারিয়ে ঘরের চাবি।
Lost tune
Hakikur Rahman
--------------

There is no tune in the song
When was it lost?
The memory nevertheless pursued
The search is just that.
On the way to walk, on the way to talk
Was the ever-present tune
In the midst of thinking, in everyday work
The heart was full.
By no means unknown, take the shelter
I thought today
As much effort, as much try I give
I don't feel like doing anything.
Lose the tune, endlessly
That is no longer the end
Yet around hope, sitting on the shore
Cross over and cross over.
সময়
হাকিকুর রহমান

সময়,
সেতো থামেনা কোথাও কারও তরে;
সময়,
সেতো বয়ে যায় অনাদিকাল ধরে।

Thursday, August 22, 2019

Fruit
Hakikur Rahman
----

Putting someone’s blame on someone’s neck
Will it give any fruit?
Luck is what is written
That's it
Nothing else.
For some temporary benefit
We don't do any bad work
Cannot look in the eye
What a shame.
That is wrong
The wrongs that accompany it
Both are on time
Will be in the fire.
Consciously listening
It's good to go ahead
The walk will be straight
See the light on the way.
বাংলাদেশ ক্রিকেট
হাকিকুর রহমান

মুশফিক-তামিমের অবদানে জিতলো সেদিন বাংলাদেশ
তামিমের সাহসিকতার কথা বলে সেটা হয়না শেষ।
গ্যালারী ভর্তি দর্শকেরা উজাড় করে সমর্থন দিলো বিলিয়ে
তৈরি হলো জেতার পরিবেশ সবকিছু মিলিয়ে।
জিতলো এদিন বাংলাদেশ, "দ্য ফিজ"-এর জাদুকরী বলে
ভয়কি, ইমরুল-মাহমুদউল্লাহ খেলছে যখন দলে।
আবার জয়ে "দ্য ফিজ" গড়লো নতুন ইতিহাস
মাশরাফি সেরা ক্যাচে ফেরালো জেতার আত্মবিশ্বাস।
যতই থাকুক উত্তেজনা, থাকুক স্নায়ুর চাপ
ভালো খেলে জিততে হবে, এবার এশিয়া কাপ।
Autumn morning
Hakikur Rahman
-----------------

Feel the swirling breeze blowing in the air
Wooly wooly clouds float in the sky.
The forest is covered with white catkin flowers
It looks like another world.
This morning is very sweet
Pain drives away from my heart.
The men are chanting on the field
There are rows of boats lined up.
Boy and girl go to school in a team
The shepherd rushed to the field and headed over.
Farmers go to the field with their shackles in the hand
The mother is washing her baby at the pond side.
Lotus erupts at big lake
The sweet aroma of the flowers of jasmine, belly and Spanish cherry.
Where can you see such a site, brother?
There is no limit to the form of beautiful Bengal.
ফুলেল শুভেচ্ছা
হাকিকুর রহমান

বেনুবনে আজ ফুটেছে বকুল
ফুটেছে আরও পারিজাত ফুল।
শিউলি, জবা, চামেলী, বেলী
দখীনা বায়ে করিছে কেলি।
রজনীগন্ধা, হাসনাহেনা
সুবাসে তাদের যায়যে চেনা।
হলুদ গাঁদা আর সুর্যমূখী
দেখে মনে হয় কতযে সুখী।
কৃষ্নচুড়ার ছায়ায় ছায়ায়
বৈশাখী রোদ ঢাঁকা পড়ে যায়।
চাঁপা, গোলাপ আর গন্ধরাজ
বাগানটাকে করে রাখে সাজ।
ফুটে কতো ফুল সারা বছর ধরে
এসোগো দেখি সবে নয়ন ভরে।
The planet
Hakikur Rahman
-------

Coming the light pressure
Heat is under the treeless earth.
Oh sunflower!
Why are you so sad at the weightless sun bath?
Hey Malabika!
Why is cuckoo does not sing  in the forests like before?
Oh man!
The excuse for development is eliminated by the elimination of trees!
Oh Singer of the heaven!
Only in heaven will you be sung, falling for a while
Encourage everyone to tune of your illusive melody.
Oh my Leader!
In the shadow of your compassion,
Rescue this human race.
অপেক্ষা
হাকিকুর রহমান
--------
যে বাঁশি বাজবে বলে
বসে ছিলাম আগল খুলে
সে বাঁশি বাজলোনাতো আর।
যে সুরে গান শুনাবো
ভেবেছিলাম হৃদয় কোনে
সে সুরে গাওয়াতো হলোনা আর।
যে ছবি আঁকবো বলে
ধরেছিলাম রংতুলি
সে ছবি আঁকাতো হলোনা আর।
যে পথে চলবো বলে
বেরিয়েছিলাম দুয়ার থেকে
সে পথে চলা সেতো গেলোনা আর।
যে রঙে রাঙবো বলে
সেজেছিলাম কবে থেকে
সে রঙে রাঙানো মন হলোনা আর।
Eid al-Adha
Hakikur Rahman
--------------

Today at the new dawn
The sun is shining on the eye.
On this day's of festivity
We celebrate the rich and the poor together
Otherwise, the Vedanta is absent and the world is different.
I dedicate my name to the Creator, and sacrifice the favorite animal
Deliver with the squeamish heart
To those who are humble,
Among them
The homeless, the unlucky and the wayward.
Selfishly abiding the rules
Will remove all errors
This is where the correct direction will be, and
There will be real peace in the soul.
জ্ঞান
হাকিকুর রহমান
-----
জ্ঞানের পরিধি বাড়াও
দ্বীপ্ত পূর্ণ চিত্তে সামনে যেয়ে দাঁড়াও।
মূর্খ কখনো পৃথিবীতে
সমৃদ্ধ হতে পারেনা
জ্বালাতে হবে জ্ঞানের আলো
বাড়াতে হবে চেতনা।
জ্ঞানই দেখাবে সমুখের পথ
জ্ঞানেই সফলতা
অজ্ঞানতা টানে পিছনের পানে
আনে বিফলতা।
জ্ঞানই দিতে পারে আজকের পৃথিবীতে
নতুন করে আত্মসম্মান
তাইতো পথে পা বাড়াতে হবে
জ্ঞানে হয়ে বলীয়ান।
Dream
Hakikur Rahman
----

It's time to dream
Random in the mind.
The dream comes blissfully
The heart of someone playing.
Everyone dreams, big or small
There is no witness to the dream.
The dream comes in its own scene
Some dreams suddenly come true.
Many dreams have no meaning
Yet no one stopped dreaming.
Spend the night dreaming
It is a mystery of creation
When the dream stopped
All commentary on life will stop.
কাজলা মেয়ে
হাকিকুর রহমান
---------------

কুসুমপুরের কাজলা মেয়ে, দেখেছোকি তাকে
যায়না দেখা তাকে তো আর, ইছাপুরার বাঁকে।
চলন ছিলো বনহরিণী, মুখে ছিলো হাসি
বারে বারে তাই মনে হয়, তারে দেখে আসি।
দুষ্টুমিতে ছিলো পটু, শুনতোনাতো মানা
এমনি করে শেষ হবেযে, ছিলোনাতো জানা।
শাপলা তোলার নাম করে সে, গেলো সেইযে বিলে
ফিরেনি আর ঘরে আজো, খুজলো সবাই মিলে।
ঐ মেয়েটির কথা কি আর, কেউ রেখেছে মনে
হবে কি আর দেখা সেকি, কাজলা মেয়ের সনে।