Thursday, September 30, 2021

 Gilbert and the Spiritual Ghost (4/10)
Hakikur Rahman

(Continued from 3/10)

Gilbert used to sit
alone and grieve-
none could understand
or feel his grievances,
nor his friends,
nor his father
(his stepfather),
nor any neighbors,
perhaps, his mother
could realize a bit,
but, she could do nothing.

One day he asked
his mother,
“where people go after death?”
his mother could not
able to give a simple answer,
rather, she said,
“all souls go to a special place
where they like the most.”

From the childhood
he heard a fable of a spiritual ghost
who lived inside the dark forest
and could defy the death
by bringing back those lost souls.

No one knows where he lives
except inside the remote forest,
but, a wicked witch who lives
at the very end of the village
has some idea,
she sells to the one
who fervently requests.

Gilbert, by breaking his piggy bank
went to the wicked witch
to seek advice on how to reach
the spiritual ghost.

Continued…

(Pure fiction.
Any similarity should be treated as mere coincidence.)

 

সৌকর্য
হাকিকুর রহমান 
 
আঘাত করেছো মম হৃদয় পুলিনে-
যদিওবা ছেড়ে গেছো চিরতরে
তবুও কটাক্ষ তব কিছু তার ভুলিনে।।
ওহে এলোকেশী!
পূর্ণশশীতে এসেছিলে মোর দ্বারে,
চেয়েছিলে বাঁকা শ্লেষ চোখে বারেবারে-
দুলেছিলো বনে চম্পা-পারুল কি মোহে
আমি তো আর দুলিনে।।
তব চটুল নিঠুর বাক্য,
গেঁথে আছে এখনো হৃদয়ে মম
করেছো কত কৌতুক আমারে লয়ে,
বিঁধেছে অন্তরে যা বিদ্রুপ সম-
মালাটি গাঁথা হয়নিকো আর
ঝরে যাওয়া ফুল গুলোকে তাই আর তুলিনে।।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

আগাম ফসল
হাকিকুর রহমান 
 
তপ্ত হাওয়া বহিয়া ফিরিছে
শস্যহারা ফসলের মাঠে,
বাঁধন হারা স্মৃতিরা ভিড়িছে
স্বপ্নভরা তটিনীর তটে।
উদাসী বাউল যায় হেঁটে যায়
কোন সে গাঁয়ের বাঁকে,
কান্না-হাসির মিশেল ঝরানো
সুরগুলো তার লুকায়ে থাকে।
নিমের ছায়েতে ছোট্ট ঘুঘুটা
প্রাণটা খুলে কি যে গায়,
ক্ষণেতে জানায় গোপন কথাটি
পলকিয়া কার পানে চায়।
চোতের ফসল ফুরায়ে গিয়াছে
কিষানীর ঘরেতে নেইকো চাল,
আগাম ফসল বুনেছে মাঠেতে
সেই আশাতেই কাটে যে কাল।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

সাঁঝের গগন
হাকিকুর রহমান 
 
সাঁঝের গগন চিরে, উঠেছে বাঁকা চাঁদ
ওহে শাশ্বতী, নিদ্রা ছেড়ে ওঠো,
রইলো যে মোর ফরিয়াদ।।
জানালার পাশে চামেলীর শাখে
অবুঝ পাপিয়া প্রাণভরে ডাকে-
ভোরের খেয়ালি কে বা গেয়ে ফিরে
মনের আরশিতে করে না কোনও প্রতিবাদ।।
তুলসীতলাতে মনের আবেগে জ্বালিয়েছে কে যে প্রদীপ
রাতের তারারা কার সিঁথিতে পরায়ে দিলো যে টিপ।
ইচ্ছের খেয়া কোথায় গেলো যে ভেসে
পূর্ণশশীটা মেঘের ফাঁকে ওঠে হেসে-
অরুনিমা রঙে সেজেছে গোধূলি
রাখালিয়া বাঁশি বুনে যায় কোন ফাঁদ।।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 Gilbert and the Spiritual Ghost (3/10)
Hakikur Rahman

(Continued from 2/10)

While the days are passing
Gilbert was becoming
more sad and sad
because his only sister
(younger than four years)
was gradually dying
because of scarlet fever.

All the doctors of the
township came,
all the medicine men came,
they even went to
the next big town
for her treatment,
but, nothing was working
and day by day
her health was deteriorating.

One day came,
she did not wake up,
and Gilbert was the first person
to observe this-
he yield, “Mother,
sister is not waking up!”

Entire community came,
they used to love her very much
because of her politeness and beauty-
they came all together
they mourn all together
they sympathized all together
and left,
while Gilbert was
standing alone, with her
motionless body.

Thereafter,
the preacher came-
all took her dead body
for the funeral,
the preacher state those words
Gilbert already memorized,
but, his sadness
never abridged for a single moment.

Continued…

(Pure fiction.
Any similarity should be treated as mere coincidence.)

 

অপেক্ষা
হাকিকুর রহমান 
 
ছাড়িয়া গোত্র, কাড়িয়া মিত্র
বিমূর্ত ধরাতলে
করি বিভক্তি, ছাড়ি আসক্তি
চেতনার বেড়াজালে।
কহি ব্যঞ্জনা, সহি গঞ্জনা
ত্রিমুখী যাতনায়
মাপি নিক্তিতে, চাপি উক্তিতে
গতস্য শোচনায়।
কাহারে বলি, কোন পথে চলি
খুঁজিয়া পাইনা দিশা
আঁধারের কোলে, দিবা গেলো ঢলে
ঢাঁকে ঘণ অমানিশা।
নিষ্কৃতি করি, বিবৃতি ধরি
চলমান রহি বটে
সমীক্ষায় সহি, অপেক্ষায় রহি
তটিনীর ঘোলা তটে।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

 

শিশিরের ঘ্রাণ
হাকিকুর রহমান
শিশিরের ঘ্রাণ নিতে চেষ্টা করি
সেই কাকডাকা ভোরে
তখনও ভোরের সোনা রোদ এসে ছলকে পড়েনি
নবান্নের বেড়ে ওঠা ধানগুলোর উপর-
স্বপ্নগুলো আঁখিপাতে ভার করে বসে আছে
এই যাই যাই করছে
কিন্তু কলুর বলদটা কোঁ কোঁ করে
হাল ঘুরিয়েই যাচ্ছে
কারণ, ওর যে চোখ দু’টো বাঁধা-
মেঠো ইঁদুর গুলো ধেই ধেই করে নেচে নেচে
বাড়ন্ত ধানের শীষগুলোকে কেটে নিয়ে
জড়ো করা শুরু করেছে
তাদের গর্তগুলোয়-
খগেনের ষাঁড়টা লেজ উঁচিয়ে
ছুটছে মাঠের ধারে
আর, লেজকাটা কুকুরটা
রাতের নেভানো উনুনের পাড়ে এখনও ঘুমোচ্ছে-
সোনাগাজী যাত্রাপালার নায়িকা
সস্তা পাউডার মুখে দিয়েই ঝিমোয় সুখনিদ্রায়-
সফুরার বাবা, ঐ যে বেরিয়েছে
ভাঙড়ি কেনার তাগিদে
কারণ, উনুনে খড়ি দেবে কি করে-
আর আমি,
আবারও শিশিরের ঘ্রাণ নেবার চেষ্টা করি
সেই বাড়ন্ত কাকডাকা ভোরে।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)