Friday, November 29, 2019


ফাগুনের ক্ষণে
হাকিকুর রহমান

শাখায় বসে ডাকে কোকিল, ভরা দখীন বায়
আকাশ পানে অধীর হয়ে, কি যেনো সে চায়।
শান্ত দিঘীর পাড়ে বসি, উদাস বাউল ভাবে
গ্রাম ছাড়িয়ে তেপান্তরে, কোন পথে সে যাবে।
ঝলমলিয়ে উঠলো জেগে, ভোরের দিবাকর
আলতো চোখে ঘুমিয়ে পড়ে, বনের নিশাচর।
থিরি থিরি বইছে নদী, ভাটিয়ারীর পানে
চলছে সেযে নিরবধি, সাগর বেলার টানে।
ধানশালিকের আনাগোনা, চলছে সারা মাঠে
শিশির ভেজা ঘাসের উপর, গাঁয়ের চাষী হাটে।
কৃষ্ণচূড়া রঙ ছড়ালো, ফাগুনেরো ক্ষণে
আম্রপালির মধুর সুবাস, ভরলো সারা বনে।
খুকুমনি উঠলো জেগে, মুখে নিয়ে হাসি
মায়ায় ভরা মুখটি যে তার, তারে ভালোবাসি।

বৌ
হাকিকুর রহমান

বৌটি যাবে শ্বশুর বাড়ি
বাক্স পেটরা বেঁধে
জামাই বাবু আছেন বসে
রাগ-রাগিনী সেঁধে।
কাঁচ কলা, পাঁকা বেল
আর হাতে তোলা ঘি
আমসত্ব, গুড়ের নাড়ু
সাথে দিয়েছি।
বাতাবি লেবু, জামরুল
আর ঘরে পাতা দৈ
পাটালি গুড়, চিড়া, মুড়ি
বিন্নি ধানের খৈ।
পটল, বেগুন, কুমড়ো
আর জালে ধরা রুই
রইলো বাকি আরো কিছু
এদের কোথায় থুই!
Killing of Jataka
Hakikur Rahman

Gourd is eaten in the bark, and the owl has awaken
Little Hilsas are in the village market, the purchase is going on.
Who's caught? Who sales? Nobody to see
The sale is going on without any obstruction.
If it goes like this, in this country, there will be no Hilsa
The twisted babe's eyes are buzzing, doing the thesis.
That is why the bark tree is running, who gave that oil
I'm sitting in the without hair, the wood apple fell.
মা ও শিশু
হাকিকুর রহমান

মায়ের কোলে শিশু দোলে
কান্নাকাটি ভুলে
চাঁদের মতো মুখটি যে তার
দেখি নয়ন তুলে।
মা-ই কেবল বুঝতে পারে
ছোট্ট শিশুর ভাষা
মা ও শিশুর ভালোবাসা
স্নেহ দিয়ে ঠাসা।
মা ও শিশুর ভালোবাসা
অমর হয়ে থাক
পৃথিবীময় সেই মমতা
যাক ছড়িয়ে যাক।
Life
Hakikur Rahman

When did the whimper of life is heard, from the wisdom of knowing
The scream of death can be heard, anytime
And have to leave each other, leaving everything on earth.
Life is a moving train, not known to stop
On the way back, everything is momentarily late, and some do not.
It just runs in front, not looking back
Who came, who went, it never calculates.
In this way of life, you have to pay barely a foot
It goes at its own pace, no hurry.

Thursday, November 28, 2019


প্রাপ্তি
হাকিকুর রহমান

বিস্তৃতির সন্ধিক্ষণে, সারাক্ষণ বিচরণ
ভাবনার অবতারণে, সর্বক্ষেত্র বিলক্ষণ।
সুচিন্তিত মতামতে, অনাগত ভবিষ্যৎ
সামঞ্জস্যতার অভিমতে, অধ্যুষিত জনপথ।
নেত্রের পর্যবেক্ষণে, ক্ষেত্রের সৃষ্টি
বহমান স্মৃতিচারণে, জাগে অর্ন্তদৃষ্টি।
পরিমিত পরিসরে, পূনরায় পদচারণা
প্রাপ্যতার অবসরে, বিস্মৃত অনুশোচনা।

স্বাধীনতার মাসে
হাকিকুর রহমান

লাখো শহীদের রক্ত
মিশে আছে এই বাংলার মাটিতে
পারিবেনা কেহ, আঘাত হানিতে
এই দুর্ভেদ্য ঘাঁটিতে।
কতনা মায়ের অশ্রু ঝরেছে
কতনা বোনের সম্ভ্রম
গড়িতে হইবে দেশটাকে মোদের
পন্থা ধরিয়া উত্তম।
থাকিবেনা হেথা কোন হানাহানি
থাকিবেনা কোন বিদ্বেষ
ছড়াক চারিদিকে শান্তির সুবাতাস
চেতনার হউক উন্মেষ।
Good morning
Hakikur Rahman

Swear thoughts tremble, more within than the heart
Flowers spread the fragrance, in the dim sum of dawn.
Preparing to hit the target, wind is on the sail
Stood firmly on the front of the boat, just moving forward.
Rush of thought at every watch, call that back
The memories are lost, you stay behind.
Arriving at the new hearth, the new consciousness on the chest
Raising the legs in the direction of the front again, eliminating all the pain.

তাসের ঘর
হাকিকুর রহমান

গোলাম, বিবি, সাহেব, টেক্কা,
কে কাহারে করিবে টেক্কা;
পৃথিবীটা তো তাসের ঘর-
মায়া মমতার বাঁধন ছিড়ে,
খাঁচার পাখিটা গেলো যে উড়ে;
আপন যারা ছিলো, হলো পর।
The song of vast field
Hakikur Rahman

The song of vast field
The song of my green leaf
Mind-blowing song
The song that engulfs my soul.
On the branches of the tree
Bird's song
Waves of water in the river
Unity in place.
The field is full of
Gold colored rice
Pleases my eyes
Pleases my mind.
বিধান
হাকিকুর রহমান

একালের কাজ ওকালে করবো
সেটা করা যাবেনা আর
এ কপালের সুখ ঐ কপালে দিবো
বদলানো যাবেনা তার।
যার যেটুকু আছে পাওনা
আছে যেটুকু প্রাপ্য
পেতে হবে তাকে সেটুকু সেখানে
হবেনা তার বিকল্প।
বিধির বিধান লেখা আছে সেথা
হিসাব সবই তাঁর ন্যায্য
এখন শুধু অনুধাবনের পালা
করে যেতে হবে ধৈর্য।
Of course
Hakikur Rahman

Don't listen to the sweet words of the wicked
Do not count when he says anything.
He is the one who wants to lose all the time
There are so many people out there to catch this.
All the time they are out of touch
All such intelligence is tight, then there is nothing to do.
Being in the midst of these people is a great danger
I know when to call, a new disaster.
Yet nobody knows, how, these people remain in the front row
No matter what you try, they remain out of sight.
চেতনার দর্পণ
হাকিকুর রহমান

দুঃখ হেরি সুখ মোর, করে নিভৃতে গমন
জীবনের কষাঘাতে, ভীরু ভীরু পদে, পিছু পলায়ন।
কার ব্যথা কেবা বোঝে, সবই কাকস্য পরিবেদনা
ক্ষণিকের তরে উজ্জীবিত হয়ে, সমুখের পানে পদচারণা।
সময়ের বশীভূত কর্মকান্ড, মনো পিঞ্জরে রাখি
চেতনার অভিসারে বিদীর্ণ বক্ষে, কিভাবে কাহারে ডাকি।
অভিপ্রায় মিটিলোনা কেনো জানি, এ জগতে হায়
কাছে যারে রাখি ধরে, সেতো দূরে চলে যায়।
জীবনের কাছে বিনা বাক্যব্যয়ে, এ যেনো আত্মসমর্পণ
মায়াজাল ঘিরে হৃদয় গভীরে, ধরি চেতনার দর্পণ।

Sunday, November 17, 2019

T-twenty cricket
Hakikur Rahman

The audience watches and the players play
Both fall into a tense sensation of extreme nerve.
You have to make sixes and fours
Each time the ball has to go to the boundary bar.
Dot ball on the other hand increases the pressure
T20 is very hot in cricket.
The game goes on to be white ball and played for twenty overs
If you do not run as there is no chance of winning.
T20 gives the game a great feel
Everyone is happy to see the game.

ফাগুনের বৃষ্টি
হাকিকুর রহমান

ভরা ফাগুনে, এক পশলা বৃষ্টি
বাতাস হয়েছে নির্মল, অচ্ছ-
একি অপরূপ সৃষ্টি।
ভিজিতেছে ডালে চাতক, চাতকী
ডাকিতেছে "ফটিক জল"
দিবাকর ঢেকে আছে মেঘের আড়ালে
শীতল হলো ধরাতল।
ঝরিতেছে বারি মাঠে-প্রান্তরে
পড়িতেছে টিনের চালে
জাগায় প্রান তটিনীর কোলে
বাড়িয়ে জল, মাতামুহুরীর নালে।
সাজিতেছে প্রকৃতি, কি মায়াবী সাজে
সাগর, পাহাড়, বনানী
ফুটিয়ে শিমুল, পলাশ, বকুল
স্নিগ্ধতায় ভরিছে ধরনী।

দখীন হাওয়া
হাকিকুর রহমান

দখীন হাওয়া
যাও মোরে নিয়া
আমি চাই যেতে চাই
ঐ গাঁয়ের বাঁকে
যেথায় পড়ে আছে
আমার হিয়া।
আমার মন পড়ে রয়
সোনা রঙের ধানের মাঠে
আমার মন পড়ে রয়
শাপলা ঘেরা পুকুর ঘাটে
আমার মন পড়ে রয়
জোসনা ভেজা খেলার মাঠে
আমার মন পড়ে রয়
রঙ ভরানো গাঁয়ের হাটে।
সুর্যি যখন যায়যে পাটে
দাদী, নানী গল্পে মাতে
বাঁশ বাগানে জোনাক জ্বলে
পাটের ক্ষেতে সোনা ফলে
এই নয়নাভিরাম দৃশ্য দেখি
প্রাণ মন দিয়া।
আমি চাই যেতে চাই
ঐ গাঁয়ের বাঁকে
যেথায় পড়ে আছে
আমার হিয়া।
Hawker
Hakikur Rahman

Standing on the pavement
By raising the two arms.
Dust and mud on the body
Seeing pedestrians.
Lift up
Gesture to buy
So inexpensive
Buy some
He shouts, sells and survives
Morning-noon-evening.
Occasionally it hurts from running
Where can he go?
The needy family
Liability on him.
This is how the day goes
Not at anyone's mercy.

তাজমহল
হাকিকুর রহমান

মুঘল সম্রাট, শাহজাহান
তাঁর স্ত্রী
আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে
তৈরী করেন, এক রাজকীয় সমাধি-
সবাই চিনে একে, "তাজমহল" নামে,
যা যমুনার তীরে আছে দাঁড়িয়ে
নিয়ে তার বিশালতার পরিধি।
১৬৩২ খ্রিস্টাব্দে শুরু হয়ে-
১৬৫৩ খ্রিস্টাব্দে তা শেষ হয়,
২১ বছরে হাজারো কারিগর, স্থপতি, শ্রমিক
এর নির্মানে নিবেদিত ছিল সেথায়।
উস্তাদ আহমেদ লাহুরী ছিলেন
এর মূল নকশাকারক,
সাদা মার্বেলের গোম্বজাকৃতির সমাধিটা-
হচ্ছে এক জটিল অখন্ড, স্থাপত্যের ধারক।
প্রতি বছর, লাখো মানুষের ঢল নামে
ভালোবাসার এই নিদর্শন দেখার জন্য,
দেখে সবাই আপ্লুত হয়-
সকলের হৃদয়ে, এটা দাগ কাটে অনন্য।
Winter greetings
Hakikur Rahman

In the evening
Fine wind is playing.
The sun is about to sink
The bird pulls the mire back home.
Bucket of juice on the shoulders
Gachi is back home.
Don't stop shivering in the cold
All together, set up the fire.
The cake is dipped in the juice in the morning
Very tasty, heavy sweet to eat.
Very cold winter brother
Still want the winter to come.

একুশের প্রহরে
হাকিকুর রহমান

ওরা মরেনি, মরিতে পারেনা।
ওরা বেঁচে আছে, সকল বাঙালির হৃদয়ের অভ্যন্তরে
আর অশরীরী আত্মার আলোক ছড়ায়, প্রতিটি অন্তরে।
এই জগতে কত জাতি আছে- এসেছে- গেছে,
বলতে কি পারো? কতজন ভাষার জন্যে শহীদ হয়েছে?
এসেছিলে এদেশে ক্ষণজন্মা হয়ে,
হয়েছো আজ নীহারিকা
তাপিত, তাড়িত, তটিনীর দেশে,
জ্বলে থাকো হয়ে দীপশিখা।
কে বলে তোমরা নেই!
যখনই তাকাই পথে-প্রান্তরে, অগনিত লোকের ভীড়ে
সেই মুখগুলি, ভাসেতো আঁখিতে, নীরবেই।
দিয়েছো মোদেরে সমৃদ্ধ করে,
দিয়েছো বাঁচিবার অধিকার
দেখেছি মোরা চেতনার আলো,
জাগিয়েছো হৃদয়ে আকুতি স্বাধীকার।
আজি এ প্রহরে সময় এসেছে,
শানিত করিতে সেই চেতনা
উদ্বুদ্ধ হই, এই অরুণালোকে,
আর নয় কোন অনুশোচনা।
Pedestrian
Hakikur Rahman

The pedestrian is on the run in a rush hour
Otherwise, time is running out
Everyone is working for whatever
So, less time to talk.
Someone is walking fast
Someone walks slowly
Everyone is busy at work
Everyone is toiling.
Someone hits from behind
Give it a go
Walk in a hurry
Otherwise, no clue.
This is how everyone is in rush
That's how all are living
You have to reach the place of work
No time to stop.
ফাগুনের ক্ষণ
হাকিকুর রহমান

ঝিরিঝিরি বাতাসে লাগে যে দোলা
দখিনের জানালা রয়েছে খোলা।
মিটিমিটি জ্বলে ঐ আকাশে তারা
মন তাই আজ হলো বাঁধনহারা।
এলোমেলো ভাবনায় ভরে গেলো মন
আনমনা ইশারায় অচেনা ভুবন।
পবনেরো নাওখানি ভাসিয়ে দিয়ে
ফাগুনেরো এইক্ষণ রাঙিয়ে নিয়ে।
আলো আর আঁধারির চলিছে খেলা
এভাবেই কেটে যায় সারাটা বেলা।
Arithmetic
Hakikur Rahman

Adding two to two yields four
Subtracting two by two is zero.
By multiplying two by two, the result is four
If you divide the two into two then one is the value.
Addition, subtraction, multiplication, division- the world is moving in this game
Someone is falling behind again, making somersault.
So calculate your footprint, so on the way
He would fall into the puzzle, so somehow.

জ্ঞানের আলো
হাকিকুর রহমান

এসেছি একা, যাবো একা
এটা রেখো মন
কোনই কাজে দেবেনা
যতই থাকুক বন্ধু-স্বজন।
যাওয়ার পথে, আসার পথে
করেছি যে সব কাজ
হিসেব সবই দিতে হবে
বুঝতে হবে আজ।
মনের মাঝে এই কথাটি
রেখে চলাই ভালো
আসা-যাওয়ার পথে তুমি
জ্বালাও জ্ঞানের আলো।