Friday, April 26, 2019

Summon
Hakikur Rahman
=====

No more cry, my friend
Stand up straight
Step to the front
There is no time to stop.
Do not let all go back
Do not miss with memories
With new consciousness
Inspired by the encouragement
Get started on the way again.
Let the obstacles come as much as possible
As far as someone calls from the back
With a new hope
Deep into the heart
Let's face it
There is no time to go back again.
বাংলার রূপ 
হাকিকুর রহমান
=========
কতশত নদ-নদী বয়ে চলে যায়
ব-দ্বীপের মোহনার এই বাংলায়।
নয়নাভিরাম রূপ তার হেরি
ভালোবেসে কাছে যেতে সহেনাকো দেরী।
মাঠেমাঠে ভরে আছে সোনালী ধানে
দিকেদিকে মেতে থাকে চাষীর গানে।
বাগানেতে ভরে আছে আম্রমুকুল
দখীনার বায়ে বহে নদী কুলুকুল।
দুরে শুনি ঐ কোথা রাখালের বাঁশি
ছেলেমেয়ে খেলা করে মুখোরিত হাসি।
বেনুবনে ফুটে আছে চামেলী, বেলী
পানকৌড়ি, মাছরাঙা করে জলেতে কেলি।
গাছেগাছে শাখে শাখে পাখির কাকলি
দুরে ঐ ছায়াপটে ঢাঁকে গোধুলী।
বাংলার রূপ হেরি মুগ্ধ আমি
সুখানুভূতির জল আসে কপোলে নামি।
On the bend of Matamuhurira
Hakikur Rahman
==========

On the bend of Matamuhurira
Five fresh lives went down
Everyone looks with saddened eye.
Come down to the water to take shower
These boys were drowned deep in the water.
Where there will be joy
Eventually all filled with unhappiness.
Let’s hope this does not happen in somebody's life
Give strength to the family members in mourning.
আত্মউপলব্ধি 
হাকিকুর রহমান
========
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন
ইশান, বায়ু, অগ্নি, নৈঋত
উর্ধ্ব, অধঃ
যে দিকেই তুমি যাও
তাঁর অস্তিত্ব ছাড়া অন্য কিছুর দেখা
তুমি কি পাও?
জীবন-মৃত্যুর ব্যবধানে
প্রতিটি প্রহরের দিকে তাকাও
তাঁর অস্তিত্ব ছাড়া অন্য কিছুর দেখা
তুমি কি পাও?
তবে কেন এত হীনমন্যতা
কেন এত স্বার্থপরতা
কেন এত ঘৃনতা?
আকাশ পাতাল এক হবে যেদিন
থাকবেনা কেউ সাথে সেদিন
থাকবেনা অর্থ-বিত্ত-পরিজন-বাহুবল
থাকবে সাথে শুধু নিজের কর্মফল।
সেদিনের কথা মনে করে তাই
চেষ্টা করে একটুখানি ভালো কাজ করে যাই।
Expatriate workers
Hakikur Rahman
=========

Those guys who work outside the country
Have eaten or have not eaten
No one is there to see that.
Month after month he sends the money to the home
That's where the family lives here
Some have ever searched for
What do they need there?
Many people give lots of labor
In those workplaces
Much of the money deposited in the Reserve Bank
As a result of their sacrifices.
Years after years pass
They do not return to their homeland
The mind is dragged to the country
The heart also remain there.
Yet they are going to work
For the family and the country
Look at the faces of the loved ones
The heart is filled with that.
When those boys come back to the country
Does any of its advantages they get?
So much trouble, sacrifice, dedication
Are all be a failure?
জীবন পাখি 
হাকিকুর রহমান
=======
এ এক অসামান্য অনুভূতি
স্মৃতির পাতায় পাতায়
সাজানো আছে সব
যেনো এক বিনিসুতার গাথি।
কৈশর-যৌবন
পার হয়ে গেছে কখন
কতকাল আর আছে বাকী
স্মৃতির দুয়ারে ঘুরে ঘুরে
কথার মালায়
সব সাজাতে থাকি।
গতকাল গেছে
পার হয়ে সেযে
এখন আগামীকালকে সামনে রাখি
কবে যাবে উড়ে
সব মায়া ছেড়ে
এই জীবন খাঁচার পাখি।
World Cup Football-2
Hakikur Rahman
===========

There is no place for til holding
So the World Cup game
Crores of people around the world
All eyes are on the TV
Spaketators are excited in the gallery
Their shouting is boosting the confidence
The game is going on in the field of play
Increasingly, the pressure is on the field and the highway
Water stream in some eyes
Some are becoming overwhelmed
Someone will get the golden shoe
Some are getting hurt through the push
With Speed, strength, morale
The team will get the crown
This world's match of togetherness
Let's play in World Cup.
সম্বিত 
হাকিকুর রহমান
====
মানব কল্যাণে করিলাম উৎসর্গ সারাটি জীবন
হইবে এদশা,
করিতে পারি নাই তাহা অনুধাবন!
অন্তরে প্রোথিত হয় এক করুন বেদনা
সবই কি তাহা হইলে, 'গতস্য শোচনা'!!
কি হেরি, কি ক্ষনে, লইলাম প্রতিজ্ঞা
'সকলি গরল ভেল', 
পাইনু আজ শুধু অবজ্ঞা!!!
দেখি নির্লিপ্ততা চারিদিকে, লক্ষ্যভ্রষ্ট চিন্তা-চেতনা
নিষ্প্রভ অভিলাষে, 'কাকস্য পরিবেদনা'....
Question
Hakikur Rahman
======

One question remains in the mind
Why come to the earth
What causes life, when you die?
Just float in the dream?
Time passes with the same thought
Morning-evening-night
Yet, the answer to the question is not found
As much as I think and do the ratio of numbers.
উদাসী হাওয়া 
হাকিকুর রহমান
=========
উদাসী হাওয়ায় ভাসি
বহিয়া গেলো মোর সকল কান্না-হাসি।
কুহেলিকা সম
স্মৃতিগুলি মম
ছিন্ন বীণার তার
চেতনার বানী
দিলো হাতছানি
খুলিয়া উন্মেষিত দ্বার
উৎকন্ঠায় থাকি বসে
হাল ধরি আবারো কষে
কন্ঠে ঝুলে মোর হার-মানা হার।
Life on the riverbed
Hakikur Rahman
============

The river does not know how to stop
The movement does not have any border.
It breaks one side and builds other side
The river goes on to the sea
It breaks down as it wishes
Whatever the dam you built.
Yet this is the life of the riverside
Beloved to many people
They are the witnesses of the breaking and building
The river has taken their own.
The river is filled up
Hits both the sides
Here comes the tidal waves
Wake up everyone!
নিরাপদ সড়ক 
হাকিকুর রহমান
=========
বেপরোয়া ভাবে গাড়ী চালানো
মোটেই সমীচীন নয়
সামনে পিছনে আসতে পারে বিপদ
পদে পদে থাকে ভয়।
ট্রাফিক আইন না মেনে
করলে গাড়ী চালনা
যে কোন সময় ঘটে যেতে পারে
বড় ধরনের দুর্ঘটনা।
ফিটনেস বিহীন গাড়ী, রাস্তায়
বের করা অপরাধ
নিজের জীবন বাজি রেখে তাই
কেনো নেওয়া অপবাদ।
সুস্থিরভাবে, সুন্দরভাবে
চালিয়ে সবাই গাড়ী
নিরাপদে আর নির্ভাবনায়
যাওয়া যাবে তবে বাড়ী।
Garment workers
Hakikur Rahman
==========

Before, eight o’clock in the morning
If anyone
Looking at the footpath of Dhaka
See how
Working women
Running on the job
Keeping everyone at home.
A major part of our country's income comes
From their labor
Do they get compensation in return?
Seeing the right to pay?
From morning till night
They toil
Throwing the sweat to the leg from the head
Capitalizing their labor
Many people become happy
By remaining in the cold air.
The lowest wage is the one that they get
By that
Somehow the family continued to run
Dreams of a beautiful future
Whoever stands from their place.
ভাবনা 
হাকিকুর রহমান
====
সুপ্তচিন্তা দোলে কাঁপে ঐ হৃদয়ের আঙিনায়
সপ্তসিন্ধুর প্রহরী যেনো চলে কোথা আলোর ইশারায়।
বন্ধনহীন ভাবাবেগ গুলি খেলা করে ঘোলাজলে
দুষ্প্রাপ্যতা ছড়িয়ে রয়েছে আঁধারের বাহুবলে।
এখানে-ওখানে খুজে ফেরা তাই গতিময়তায় ফিরে
সাজানো বাগান ভাঙ্গলো সেখানে নিঃসঙ্গতায় ঘিরে।
বাসনার ধন হারালো কখন আঁখিজলে ভাসাতে
আকাশের পানে চেয়ে থাকা তাই ফিরে পাবার আশাতে।
World Cup football-1
Hakikur Rahman
===========

Every night the eyes are falling on the TV screen
Everyone joined the match to see the World Cup.
The game is going on in Russia and the whole world is watching
Someone is smiling and someone is crying.
The referee is going to be defeated to run this game
Though, the new VAR has been added.
Who will lose and Who will win, no one knows
The game is going to be played, filled with uncertainty.
ছোটবেলা 
হাকিকুর রহমান
======
মনটি আমার আছে পড়ে
শাপলা ভরা পুকুর ঘাটে
প্রানটি আমার আছে পড়ে
সারি সারি আম বাগানের মাঠে।
গ্রীষ্মকালে বৃষ্টি হলে
ঝাঁপিয়ে পড়া দলে দলে
গাছে গাছে উঠে সেযা
ঘুঘু পাখীর বাসা খোজা
শীতের দিনে খেজুর গাছে
রসের হাড়ি নিংড়ে পাছে
সন্ধ্যা পড়ার সাথে সাথে
ছুটে যাওয়া গ্রামের হাটে
ছোটবেলার স্মৃতির ঘর
উদাস করে মনের ভিতর
তখনকার সে সময়গুলা
স্মৃতির পটে আছে তোলা।
Bhabo Hat
Hakikur Rahman
=======

Selling in the Bhaber Hat
No one will come with you.
As you came on that day
Likewise, you will be gone.
As much as you do, illusion here
With children, property, wife.
So do not weep, no result
Only Karma will be with you.
If you have a fall with the delusion
There is no gain in the body.
চন্দ্রগ্রহণ
হাকিকুর রহমান
======

এ এক মহাজাগতিক দৃশ্য
কালে ভদ্রে এমন ঘটনা ঘটে
আর পরিলক্ষন করে সারা বিশ্ব।
পৃথিবী যখন পরিভ্রমন করে
চন্দ্র ও সুর্যের মাঝখানে এসে পড়ে
একে চন্দ্রগ্রহণ বলা হয়
পৃথিবীর এক প্রান্ত তখন
রক্তাভ জোছনায় ছেয়ে যায়।
ঘটনাচক্রে আজ রাতে হবে
এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ
এ দৃশ্য দেখে অভিভূত হই
আর স্রষ্টাকে করি স্মরণ।