Tuesday, October 1, 2019


মনটি আমার
হাকিকুর রহমান

মনটি আমার হারিয়ে গেছে
তেপান্তরের মাঠে
মনটি আমার হারিয়ে গেছে
শিমুলতলীর ঘাটে।
মনটি আমার হারিয়ে গেছে
কৃষ্নচুড়ার ডালে
মনটি আমার হারিয়ে গেছে
মাতামুহুরীর খালে।
মনটি আমার হারিয়ে গেছে
রাঙুনিয়ার হাটে
মনটি আমার হারিয়ে গেছে
পদ্মপাতার বাটে।
মনটি আমার হারিয়ে গেছে
রাখালীয়া গানে
মনটি আমার হারিয়ে গেছে
নদীর কলতানে।

No comments:

Post a Comment