মনটি আমার
হাকিকুর রহমান
মনটি আমার হারিয়ে গেছে
তেপান্তরের মাঠে
মনটি আমার হারিয়ে গেছে
শিমুলতলীর ঘাটে।
মনটি আমার হারিয়ে গেছে
কৃষ্নচুড়ার ডালে
মনটি আমার হারিয়ে গেছে
মাতামুহুরীর খালে।
মনটি আমার হারিয়ে গেছে
রাঙুনিয়ার হাটে
মনটি আমার হারিয়ে গেছে
পদ্মপাতার বাটে।
মনটি আমার হারিয়ে গেছে
রাখালীয়া গানে
মনটি আমার হারিয়ে গেছে
নদীর কলতানে।
No comments:
Post a Comment