Thursday, October 24, 2019


তেপান্তরের গান
হাকিকুর রহমান

তেপান্তরের গান
আমার সবুজ পাতার গান
মন ভুলানো গান
আমার প্রাণ জুড়ানো গান।
গাছে গাছে শাখায় শাখায়
পাখির কলতান
নদীর পানির ঢেউয়ে ঢেউয়ে
জাগায় ঐক্যতান।
মাঠে মাঠে ভরে আছে
সোনালী রং ধান
চোখ জুড়ায়ে যায় যে আমার
জুড়ায় মনো প্রাণ।

No comments:

Post a Comment