Tuesday, October 1, 2019


দরদী
হাকিকুর রহমান

ওগো আমার দরদী
বুঝিনিকো আমি জীবনের গভীরতা
দেখিনিকো আমি তার জটিলতা
খুঁজিনিকো তার পরিধি।
বড় আশা নিয়ে জীবনের পথে
দিয়েছিনু আমি পাড়ি
কবে কোন ভুলে কোন পথে চলে
চ্যুত হয়েছে ভুবনের গাড়ি।
কইতে পারিনা, সইতে পারিনা
বসে আছি আমি তাই
নীরবে নিভৃতে হৃদয়ের কথা
তোমাকেই বলে যাই।

No comments:

Post a Comment