সতত
হাকিকুর রহমান
“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে”
তাঁতী সারা জীবন তাঁত টানে।
জেলে সারা জীবন মাছ ধরে
চাষী সারা জীবন চাষ করে।
মাঝী সারা জীবন নাও বায়
শিল্পী সারা জীবন গান গায়।
ভিক্ষুক সারা জীবন ভিক্ষা করে
দুখীনি সারা জীবন কেঁদে মরে।
ঘুড়ি সারা জীবন উড়ে চলে
মিথ্যুক সারা জীবন মিথ্যা বলে।
স্মৃতি সারা জীবন পিছু টানে
বর্ষা সারা জীবন বন্যা আনে।
No comments:
Post a Comment