নতুন বছর
হাকিকুর রহমান
বদ্ধ ঘরের আগল খুলে
বেরিয়ে পড়ো সদল বলে।
নতুন দিনের আলোর দিশায়
এসো সবাই যাই চলে যাই।
বছরের এই প্রথম দিনে
প্রান খুলে সব হাসি মনে।
সবার মনই উঠুক মেতে
নতুন দিনের প্রসাদ পেতে।
বেরিয়ে পড়ো নতুন করে নতুন ঠিকানায়
এসো সবাই নতুন দিনের আলোর ইশারায়।
No comments:
Post a Comment