মহাজন
হাকিকুর রহমান
দেয়াল ঘেরা বাড়িটাতে থাকেন মহাজন
বাড়ির ভিতর থাকার তরে কতোই আয়োজন।
কত যে তাঁর চাকর-বাকর, কত প্রহরী
সবাই থাকে হাতের কাছে, সবই জরুরী।
সকাল বেলায় নাস্তাপাতি, দুপুর বেলায় খানা
রাতের বেলায় খাবেন কি তা, সবই তাদের জানা।
এখান থেকে একচুলোও হয় যদি নড়বড়
হাতে নিয়ে খড়গ-কৃপাণ, তাকাবেন কড়মড়।
কোন কিছু হলে দরকার, ইশারাই কাফী
তড়িৎ বেগে হাজির সেটা, নেইতো কোন মাফী।
এমনি করে মহাসুখে জীবন কাটান তিনি
নিজের ধ্যানেই মগ্ন থাকেন বাকী ছিনিমিনি।
No comments:
Post a Comment