Saturday, October 12, 2019


কথন
হাকিকুর রহমান

“চকচক করিলেই সোনা হয়না”
কাকের বাসায় সেকি হয় ময়না।
কয়লার ময়লা যায়না সেতো ধুলে
বিদ্যা সেকি কখনো যায় কেউ ভুলে।
ভুলে থাকা কখনোই ভালো লাগেনা
আঁধার জীবনে কভূ আশা জাগেনা।
সাগরের বেলাতেই কাটানো জীবন
হিসেবের খাতা কারো মিলেছে কখন।
জহুরী সে যে চেনে কোনটা খাঁটি সোনা
বিবেকবান মানুষ আছে সমাজে হাতে গোনা।
জীবন চলার পথে পথে আছে অনেক বাঁক
এগিয়ে যাবার জন্যে সেতো দিচ্ছে আবার ডাক।

No comments:

Post a Comment