পথচারী
হাকিকুর রহমান
পথচারী চলছে ছুটে রুদ্ধশ্বাসে
নেইতো সময় ফেলার দম
ছুটছে সবাই যে যার কাজে
তাইতে কথা বলার সময় কম।
কেউবা হাটে বেদম জোরে
কেউবা আস্তে হেটে
কাজের মাঝেই ব্যস্ত সবাই
খাচ্ছে সবাই খেটে।
কেউবা আবার পিছন থেকে
দেয়যে পিঠে গুতো
হাটো আরও তাড়াতাড়ি
নেইতো কোন ছুতো।
এমনি করে হন্তদন্ত
চলছে যে সবাই
কাজের জাগায় পৌছতে হবে
থামার সময় নাই।
No comments:
Post a Comment