Friday, October 18, 2019


পথচারী
হাকিকুর রহমান

পথচারী চলছে ছুটে রুদ্ধশ্বাসে
নেইতো সময় ফেলার দম
ছুটছে সবাই যে যার কাজে
তাইতে কথা বলার সময় কম।
কেউবা হাটে বেদম জোরে
কেউবা আস্তে হেটে
কাজের মাঝেই ব্যস্ত সবাই
খাচ্ছে সবাই খেটে।
কেউবা আবার পিছন থেকে
দেয়যে পিঠে গুতো
হাটো আরও তাড়াতাড়ি
নেইতো কোন ছুতো।
এমনি করে হন্তদন্ত
চলছে যে সবাই
কাজের জাগায় পৌছতে হবে
থামার সময় নাই।

No comments:

Post a Comment