সুবর্ণচরের কালরাত্রি
হাকিকুর রহমান
সুবর্ণচর!
ছিল সে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা রূপসীনি
সেই কালো রাতে হলো সে বিভীষিকাময়ী ডাকিনী।
কতগুলো নরপশু এসে কেড়ে নিলো এক মায়ের সম্ভ্রম
অসহায় চোখে চেয়ে রয় স্বামী-সন্তান,
তার পরেও থেমে থাকেনি ঐ নরপশুদের উদ্দম!
কেউবা খাবলিছে নেকড়ের মতো, কেউবা তুলিছে ছবি
কোন কথা নাই, শুধু বিচার চায়
নীল বেদনায় ঢাকিয়া গেলো দিবসের রবি।
No comments:
Post a Comment