Thursday, October 17, 2019


আহ্বান
হাকিকুর রহমান

যাকিছু আছে আকল্যাণকর
যাকিছু আছে অশুভ
তিরোহিত করি হৃদয় থেকে
থাকেনা তাহা নিস্প্রভ।
দূরভিত হোক সকল মিথ্যা
সত্য হোক সমাগত
আলোকিত মন, আলোকিত ক্ষণ
কুচিন্তা হোক ব্যাহত।
আঁধার ছাড়িয়া আলোর পথে
সমবেত হই সবে
অনাচার আর অবিচার সেথা
কাঁদেনা যেনো নীরবে।
অন্যায় দ্বারা প্রভাবিত হয়ে
করিনা যেনো কোন কাজ
সুশৃঙ্খল এক সমাজ গড়ার
শপথ নিতে হবে আজ।

No comments:

Post a Comment