আহ্বান
হাকিকুর রহমান
যাকিছু আছে আকল্যাণকর
যাকিছু আছে অশুভ
তিরোহিত করি হৃদয় থেকে
থাকেনা তাহা নিস্প্রভ।
দূরভিত হোক সকল মিথ্যা
সত্য হোক সমাগত
আলোকিত মন, আলোকিত ক্ষণ
কুচিন্তা হোক ব্যাহত।
আঁধার ছাড়িয়া আলোর পথে
সমবেত হই সবে
অনাচার আর অবিচার সেথা
কাঁদেনা যেনো নীরবে।
অন্যায় দ্বারা প্রভাবিত হয়ে
করিনা যেনো কোন কাজ
সুশৃঙ্খল এক সমাজ গড়ার
শপথ নিতে হবে আজ।
No comments:
Post a Comment