গভীর রাত
হাকিকুর রহমান
গভীর রাত
বাসায় শুয়ে আছে ব্যঙ্গমা-ব্যঙ্গমী
আঁধার চারিদিকে
নীচে দেখা যায়না ভূমি।
বাঁশবনে মাঝে মাঝে
জ্বলে উঠে জোনাকির আলো
আমাবস্যার এই রাত
এযেনো কৃষ্নকালো।
লক্ষীপেঁচা তার বাসায়
নড়ে চড়ে উঠে
বনের ঐ এক কোণে
ফনিমনসার ফুল ফুটে।
আঁধারির এই খেলা
কখন যে শেষ হবে
ভোরের আকাশে
দিনের সুর্য উঠবে তবে।
No comments:
Post a Comment