জীবন
হাকিকুর রহমান
জীবনের ভেঁপু শুনেছি সে কবে, জ্ঞান বুদ্ধি পাওয়া থেকে
মরণের ভেঁপু শোনা যেতে পারে, যে কোন সময়
আর ছেড়ে যেতে হবে পরোপারে, পৃথিবীতে সব কিছু রেখে।
জীবন সেতো এক চলমান ট্রেন, থেমে থাকা জানেনা
পথে পথে কভু ক্ষণিকের দেরী, আর কিছু সেতো মানেনা।
চলা তার শুধু সমুখের পানে, পিছু ফিরে সে দেখেনা
কে এলো, কে গেলো, হিসেবটাতো সে কখনও রাখেনা।
এমনি করে জীবনের পথে, দিতে হবে সবে পাড়ি
সেতো চলে তার নিজের গতিতে, নেই কোন তাড়াতাড়ি।
No comments:
Post a Comment