Thursday, October 24, 2019


জাটকা নিধন
হাকিকুর রহমান

গুড়ুক খেয়ে চড়ক গাছে, উঠলো হুতুম পেঁচা
গাঁয়ের হাটে ইলশে পোনার, চলছে কেনা বেঁচা।
কে ধরেছে? কেই বা বেঁচে? দেখার কেহ নাই
বিনে বাঁধায় চলছে সেথায়, বিকিকিনি তাই।
এমনি করে চল্লে দেশে, রইবে নাকো ইলিশ
মোড়ল বাবু চোখটি বুজে, করছে হোথা থিসিস।
তাইতো বলি চড়ক গাছে, কে দিলো যে তেল
নেড়া হয়ে বসে আছি, পড়লো মাথায় বেল।

No comments:

Post a Comment