শিমুলতলীর হাট
হাকিকুর রহমান
শিমুলতলীর তীরে
নানান রকম পশরা নিয়ে
নৌকাগুলো ভিড়ে।
আশেপাশের গাঁ থেকে সব
লোকজন সবাই
হাটের দিনে নদীর ঘাটে
হেথায় জড়ো হয়।
হরেক রকম মন্ডা মিঠাই
হরেক রকম বেশ
গুনে সেটা যায়না বলা
হয়না তো তার শেষ।
বাহারী সব খাজাগজা
দেখেই মজা ভাই
হাটে এসে ছেলেমেয়ের
সাধটা মিটে তাই।
হাটের দিনের কথা শুনে
জিভে আসে জল
হাটের দিনে নদীর ঘাটে
চলরে সবাই চল।
No comments:
Post a Comment