Saturday, October 12, 2019


প্রার্থনা
হাকিকুর রহমান

দ্বীন-দুনিয়ার মালিক তুমি, মালিক তুমি আখেরাতের
মহা-বিশ্বের হিসাব রাখো, হিসাব রাখো পুলসিরাতের।
ধরায় তুমি, সরায় তুমি, দিনে তুমি, রাতে তুমি
ধ্যানে তুমি, জ্ঞানে তুমি, প্রাণে তুমি, নিস্প্রাণে তুমি।
বেঁচে আছি পৃথিবীতে, তোমার করুণায়
পরপারে যেতে হবে, তোমার ইশারায়।
দাও মনোবল যেনো আমি, তোমার পথে চলি
আছি যতোদিন এই ধরাতে, তোমার কথা বলি।

No comments:

Post a Comment