Thursday, October 24, 2019


টি-টুয়েন্টি ক্রিকেট
হাকিকুর রহমান

দর্শকেরা দেখে আর খেলোয়ারেরা খেলে
উভয়েই পড়ে চরম স্নায়ুর উত্তেজনার কবলে।
বলে বলে নিতে হবে ছয় আর চার
প্রতিবার বল যেতে হবে সীমানার বার।
অপরদিকে ডট বল বাড়ায় বড় চাপ
টি-টুয়েন্টি ক্রিকেট চড়ায় খুবই উত্তাপ।
বিশ ওভারে সাদা বলে এই খেলা চলে
জেতার কোন সম্ভাবনা নেই বলে বলে রান না নিলে।
টি-টুয়েন্টি খেলা দেয় দারুন অনুভব
খেলা দেখে খুশী মনে বাড়ি ফিরে সব।

No comments:

Post a Comment