Tuesday, October 1, 2019

রাঁধিকা
হাকিকুর রহমান
--------
রাঁধিকা,
করে নৃত্য, ভরে চিত্ত, হরষিত তনু-মন
নিতি নৃত্যে, গীতি গিত্তে, কেটে যায় অনুক্ষণ।
বাড়ে রাত্রি, সহযাত্রী, পুলকিত সকলে
মিশ্রিত লয়, কম্পিত ক্ষয়, আসলে আর নকলে।
নয়নেরো সাঁধ, নাহি তাতে খাঁদ, তবু কেনো সন্দেহ
বাসনার মোহে, রসনার দোহে, উদ্বাহু কেহ কেহ।
করিবে কি সে, তাই অবশেষে, ছাড়িয়া দেয় যে হাল
ছলনায় পটু, দৃষ্টিতে কটু, হয় তারা বেসামাল।
এমনি করিয়া, সময় ধরিয়া, কাটে তার সারারাত
জঠরের জ্বালা, হৃদয়েতে তালা, আঁখি খুলে একই প্রাত।

No comments:

Post a Comment