Thursday, October 24, 2019


সুপ্রভাত
হাকিকুর রহমান

দিব্য চিন্তা দোলে কাঁপে, মোর হৃদয়ের বাতায়নে
কুসুমকলি সুবাস ছড়ায়, ভোরের স্নিগ্ধ সমীরনে।
লক্ষ্যে যাবার প্রস্তুতি নিয়ে, পালে লাগিয়ে হাওয়া
নায়ের গলুইয়ে দৃঢ় পায়ে দাঁড়িয়ে, শুধুই এগিয়ে যাওয়া।
চিন্তার রেশ প্রতিটি প্রহরে, দেয় যে পিছনে ডাক
স্মৃতিগুলি মোর হারিয়ে গিয়েছে, থাক পিছু পড়ে থাক।
আগমনী শুনি ঐ সুদিনের, নিয়ে বুকে নতুন চেতনা
সুমুখের পথে পা বাড়ানো আবার, মুছে দিয়ে সব বেদনা।

No comments:

Post a Comment