Friday, October 25, 2019


জিজ্ঞাসা?
হাকিকুর রহমান

ব্যাস ও ব্যাসার্ধে চিহ্নিত, বৃত্তের পরিচয়
ক্ষণজন্মা বুদবুদে মিশে, প্রাপ্তির অবক্ষয়।
কুহকে আচ্ছাদিত প্রহেলিকা সম, জীবনের গতিপথ
আকুন্ঠ চিত্তে গমনাগমন, তবু ব্যর্থ হয় মনোরথ।
স্খলিত আশা প্রলম্বিত পথে, মনে করি মরুদ্যান
ক্ষণিকের সুখে দ্বিধা নিয়ে বুকে, একোন পরিত্রাণ।
অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যেয়ে, দেখি কোন পারিজাত
বিচূর্ণ সার্থকতার মাঝে, এযেনো লুকানো কোন অভিসম্পাত।

No comments:

Post a Comment