পাটিগনিত
হাকিকুর রহমান
দুইকে দুই দিয়ে যোগ করলে ফল হয় চার
দুইকে দুই দিয়ে বিয়োগ করলে শুন্য হয় মান তার।
দুইকে দুই দিয়ে গুন করলে ফল হয় তার চার
দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় মান তার।
যোগ-বিয়োগ-গুন-ভাগ, এই খেলাতে চলছে পৃথিবী
কেউবা আবার পিছলে পড়ে, খাচ্ছে হাবিডিবি।
হিসেব করে পা ফেলো তাই, দেখেশুনে পথে
ধাঁধায় পড়া যাবেনাতো, তাইতো কোনমতে।
No comments:
Post a Comment