Saturday, October 12, 2019


প্রার্থনা
হাকিকুর রহমান

কৃপা মাগি তব।
তোমারি এ পৃথিবীতে কিছু যেনো করে যেতে পারি
জীবনকে উৎসর্গ করি প্রয়োজনে তারি।
নশ্বর দেহটি রহিবে পড়ে এই ধরাধামে
কৃীতি শুধু রহিবে অক্ষয়,
যদি কিছু করি তোমারি নামে।
মিছে মায়া, মিছে কায়া, মিছে এই জগৎ সংসার
আজ চলে গেলে কালকে দুদিন,
কিছুদিন রবে শুধু হাহাকার।
থাকিতে সময়, নাহি করে অপচয়
তোমারি বাঁধানো পথ ধরি
পথ হোক বন্ধুর, পাড়ি দিতে হবে তাহা
আর তার তরে, নিজেকে তৈরী করি।

No comments:

Post a Comment