Saturday, October 12, 2019

পথ
হাকিকুর রহমান

অতীতের ন্যায় আবারও
দিলেম এপথে পাড়ি
গন্তব্য সেতো নির্ধারিত নয়
তবু করি তাড়াতাড়ি।
প্রচ্ছন্নতায় ভরা গতিপথ
পথে চলি আমি একা
অসামাঞ্জস্যতা এখানে ওখানে
দেখিনাতো সীমারেখা।
তবুও এগুনো সমুখের পানে
নিশি বুঝি হলো ভোর
সম্বিত ফিরি চলমানতার বাণী
পশিল পরাণে মোর।

No comments:

Post a Comment