Tuesday, October 1, 2019


তেপান্তরের মাঠ
হাকিকুর রহমান

তেপান্তরের মাঠ পেরিয়ে
মনযে আমার যায় হারিয়ে
অজানা কোন দেশে
যেথায় বনময়ুরী খেলে
পাখনা দুটো মেলে
পাহাড়ী সব ঝরনাগুলো
নদীর জলে মেশে।
যেথায় আকাশছোয়া পাহাড়গুলো
আছে দাঁড়িয়ে
রংবেরংএর ফুলগুলো হাত
দেয়যে বাড়িয়ে।
মধুর মধুর ফলের বাগান
দেখে দেখে জুড়ায় পরান
আলোয় ভরা জোসনাতে
ডাকে আমায় হাতছানিতে
শুধুই ভালোবেসে।

No comments:

Post a Comment