হকার
হাকিকুর রহমান
ফুটপাতে দাঁড়িয়ে
দুইবাহু বাড়িয়ে।
ধুলো-কাঁদা গায়ে মেখে
পথচারীদের দেখে।
তুলে ধরে পশরা
কিনে নিতে ইশারা।
দামা-দামি করে তাই
কতকিছু কিনে যাই।
হেকে ডেকে বেচে যায়
সকাল-দুপুর-সন্ধ্যায়।
মাঝে সাঝে তাড়া খায়
যাবে তবে সে কোথায়।
খেটে খাওয়া সংসার
তার উপর দায়ভার।
এইভাবে দিন যায়
নেই কারো করুণায়।
No comments:
Post a Comment