Tuesday, October 1, 2019


সুর-গান
হাকিকুর রহমান

হৃদয় বীণার তারে তারে
সুরগুলি মোর রইবে পড়ে
শান্ত নদীর তীরে তীরে
সুরগুলি মোর রইবে পড়ে।।
কান্না-হাসির এই মেলাতে
জীবন চলে কোন খেলাতে।
রৌদ্র-ছায়ার এই দিনে
পথটাকে ফের নেই চিনে।
চাওয়া-পাওয়ার এই বেলায়
সময়গুলো পার হয়ে যায়।
গানগুলি মোর রইবে পড়ে
উদাস হাওয়ায় ভেসে
গানগুলি মোর রইবে পড়ে
গহীন জলে মিশে।

No comments:

Post a Comment